বিশ্বের অধিকাংশ দেশেই পাসপোর্ট দেওয়ার আগে ‘পুলিশ ভেরিফিকেশন’ করানোর নিয়ম আছে। এ বার সেই নিয়ম তুলেই দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের যুক্তি, “পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।”
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, ইউনূসের সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সমাজমাধ্যমে পোস্ট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফয়েজ ‘প্রথম আলো’কে জানিয়েছেন, রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনূস পাসপোর্ট দেওয়ার আগে ‘পুলিশ ভেরিফিকেশন’-এর নিয়ম বদল করার কথা জানান। প্রসঙ্গত, রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক সম্মেলনের উদ্বোধন করেন ইউনূস। এই সম্মেলন তিন দিন ধরে চলবে।
আরও পড়ুন:
সচরাচর বিভিন্ন দেশ পাসপোর্টের জন্য আবেদন জানানো ব্যক্তি অতীতে কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কি না কিংবা এলাকায় তার ভাবমূর্তি কেমন, তা যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করে থাকে। এই বন্দোবস্তে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিয়ে থাকে পুলিশ। এ বার এই বন্দোবস্ত বাতিল করার কথা জানাল বাংলাদেশ সরকার।