Advertisement
E-Paper

হাসিনা জমানায় বাতিল হওয়া স্বীকৃতি ফেরানো হচ্ছে না কেন? জামায়াতের নিশানায় নির্বাচন কমিশন

গত ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার আগে ১ অগস্ট জামায়াত ও তাদের ছাত্র শাখাকে সন্ত্রাস যোগের কারণ দেখিয়ে নিষিদ্ধ করেছিল তাঁর তৎকালীন সরকার।

Bangladesh Jamaat-e-Islami slams Election Commission on delay of re-registration as political party

শফিকুর রহমান। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮
Share
Save

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গত অগস্টেই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। কিন্তু শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র অভিযোগ, এখনও সে দেশের নির্বাচন কমিশন ‘রাজনৈতিক দল’ হিসাবে তাঁদের স্বীকৃতি ফিরিয়ে দেয়নি।

জামাত প্রধান (আমির) শফিকুর রহমান বিষয়টি নিয়ে এ বার কার্যত হুঁশিয়ারি দিলেন কমিশনকে। তিনি বলেন, ‘‘জামায়াত একমাত্র দল, যে দলের নিবন্ধন (স্বীকৃতি) কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়।’’

প্রসঙ্গত, গত ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার আগে ১ অগস্ট জামায়াত ও তাদের ছাত্র শাখাকে সন্ত্রাস যোগের কারণ দেখিয়ে নিষিদ্ধ করেছিল তাঁর তৎকালীন সরকার। এর পর বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের পরেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

গত ২৮ অগস্ট এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, গোয়েন্দারা জামায়াতে এবং তার ছাত্রশাখা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগাযোগের প্রমাণ পায়নি বলে সরকারকে রিপোর্ট দিয়েছে। তারই ভিত্তিতে এই দুই সংগঠনের উপর থেকে আগের সরকারের চাপানো নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথা জানানো হয়েছিল সরকারি বিজ্ঞপ্তিতে। কিন্তু তা এখনও কার্যকর হয়নি বলে জামায়াত প্রধানের অভিযোগ।

Bangladesh Situation Jamaat-e-Islami Bangladesh Bangladesh Election Commission Bangladesh Election

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}