গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের অনুগামীদের উপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। অভিযোগের তির তৌহিদি জনতার দিকে। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ মানিকগঞ্জে একটি স্কুলের মাঠে ওই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মানববন্ধনের জন্য বিক্ষিপ্ত ভাবে জড়ো হওয়া বাউল ভক্তদের উপরে হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। অভিযোগ, তাতে আহত হন অন্তত তিন বাউল ভক্ত— আব্দুল আলিম, জহুরুল এবং আরিফুল ইসলাম। হামলার সময়ে তৌহিদি জনতার তরফে মৌলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বাউল আবুল সরকাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)