ভারত রাষ্ট্রপু্ঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পরে অভিনন্দনও জানাল না চিন। ভারতের নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন করা হলে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘‘বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ ভূ্মিকা রয়েছে। সদ্য নির্বাচিত অস্থায়ী সদস্য দেশগুলি-সহ নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সঙ্গে চিন সহযোগিতা বাড়াতে চায়।’’
অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় জার্মানি, নরওয়ে, ইউক্রেনের মতো দেশ ভারতকে অভিনন্দন জানালেও সে পথে হাঁটেনি বেজিং। এমনকি, সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাঁর বিবৃতিতে একটি বারের জন্যও ভারতের নাম উল্লেখ করেননি।