লুইজি রাগেট। ফ্রান্সের এই মহিলার একটি বেকারি আছে। সেখানে তিনি পাউরুটি তৈরি করেন। কিন্তু সেই পাউরুটি তৈরিতে তিনি যা ব্যবহার করেন, তা শুনলে আপনার পাউরুটি খাওয়ার ইচ্ছা চিরতরে চলে যেতে পারে। ‘গোল্ডিলকস ব্রেড’ নামের সেই বিশেষ পাউরুটি তৈরিতে লাউজি ব্যবহার করেন মহিলাদের মূত্র! পাবলিক টয়লেট থেকে সেই মূত্র সংগ্রহ করেন তিনি।
‘ইকো-ফেমিনিস্ট’ হিসাবে নিজের পরিচয় দেন লুইজি। শারীরিক বর্জ্য নিয়ে সমাজে যে ট্যাবু রয়েছে তা ভাঙতে চান তিনি। লুইজির দাবি, তাঁর প্রধান উদ্দেশ্য খাদ্য শৃঙ্খল মজবুত করা। সে জন্যই ময়দা গ্যাঁজাতে মহিলাদের মূত্র ব্যবহার করেন তিনি। তাঁর দাবি, ‘‘মূত্র খুব ভাল ফার্টিলাইজার।’’
এক মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘যে তরলকে বর্জ্য হিসাবে আমরা অবহেলা করি, তাই সোনার খনি।’’ মূত্রে নাইট্রোজেন, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় মৌল রয়েছে।