লড়াই শেষ খুদে পড়ুয়ার। বহুতল স্কুলের জানলা থেকে পড়ে যাওয়া নেহাতই দুর্ঘটনা, নাকি আত্মহত্যার চেষ্টা— সেই ধন্দ জিইয়ে রেখেই নিউজিল্যান্ডের একটি হাসপাতালে আজ মৃত্যু হল জন্মসূত্রে বাঙালি অয়ন বন্দ্যোপাধ্যায়ের। মাথায় গুরুতর চোট নিয়ে বছর নয়েকের এই বালক টানা তিন মাস কোমায় ছিল বলে হাসপাতাল সূত্রের খবর।
২৫ মে নেপিয়ারের একটি প্রাথমিক স্কুলের ঘটনা। কর্তৃপক্ষের একাংশের দাবি, শৌচালয়ের জানলা থেকে সে দিন ঝাঁপ দিয়েছিল অয়ন। বহুতল থেকে মাটিতে পড়ে গিয়ে মাথায় এবং শরীরে একাধিক চোট পায় সে। স্কুল কর্তৃপক্ষই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান অয়নকে। কিন্তু হঠাৎ এই মরণঝাঁপ কেন? বিষয়টি নিয়ে যে হেতু তদন্ত চলছে, তাই মুখ খোলেনি পুলিশ। ছেলের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন অয়নের বাবা চিকিৎসক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনিও। প্রিয় ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া স্কুলে। কর্তৃপক্ষের মুখে অবশ্য ঘটনার দিন থেকেই কুলুপ।
অথচ প্রত্যক্ষদর্শীদেরই একাংশ বিষয়টিকে আত্মহত্যা মানতে নারাজ। তাঁদের কথায়, ‘‘এটা আত্মহত্যা হতে পারে না। স্কুলের শৌচালয়ে সে দিন আটকে পড়েছিল অয়ন। চেষ্টা করেও দরজা খুলতে পারেনি। তাই ভয় পেয়ে জানলা দিয়ে লাফিয়ে পড়ে সে।’’ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও তুলেছেন অনেকে। গত মাসে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিল অয়ন। হাসপাতাল সূত্রের খবর, চলতি মাসে হঠাৎই একাধিক সংক্রমণ বাসা বাঁধে অয়নের শরীরে। এবং তা থেকেই তার মৃত্যু বলে প্রাথমিক অনুমান।