Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভুল করে মাইক্রোফোন খোলা, মোদী-নোতানিয়াহু গোপন বৈঠক প্রকাশ্যে

ঘটনাচক্রে মাইক্রোফোন খোলা থাকায় এই গোপন বৈঠকের কথাবার্তা পাশের ঘরের সাংবাদিকরা স্পষ্ট শুনতে পান। নেতানিয়াহু বলেছেন, মোদী তাঁকে ভারতের দিকে নজর দিতে অনুরোধ করে গিয়েছেন।

জেরুসালেম
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৪:২৮
Share: Save:

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার একটি রুদ্ধদ্বার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি বিষ উগরে দিয়েছেন। তাঁর মতে, ইহুদি রাষ্ট্রের প্রতি ইউরোপ ‘উন্মাদসুলভ আচরণ’ করে, যা ইউরোপীয়দেরই ক্ষতি ডেকে আনছে। তিনি ভারত ও চিনের সঙ্গে ইজরায়েলের মজবুত সম্পর্কের কথাও বলেন। ওঠে সম্প্রতি ইজরায়েল সফরে যাওয়া নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গও।

বৈঠকে ছিলেন হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও। ঘটনাচক্রে মাইক্রোফোন খোলা থাকায় এই গোপন বৈঠকের কথাবার্তা পাশের ঘরের সাংবাদিকরা স্পষ্ট শুনতে পান। নেতানিয়াহু বলেছেন, মোদী তাঁকে ভারতের দিকে নজর দিতে অনুরোধ করে গিয়েছেন। মোদী তাঁর পরামর্শ চেয়ে বলেছিলেন, ‘‘আরও শুদ্ধ জল চাই আমাদের। কোথায় পাব?’’ চিনের প্রেসিডেন্ট শি চিনফিংও ইজরায়েলকে ‘ইনোভেশন জায়েন্ট’ বলে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।

লম্বা বক্তৃতায় রাষ্ট্রপ্রধানদের নেতানিয়াহু বলেন, ‘‘ইউরোপকে নিজেকেই স্থির করতে হবে তারা থাকতে চায় না নিশ্চিহ্ন হতে চায়। ইজরায়েলকে আক্রমণ করে ইউরোপ নিজের সর্বনাশ করছে।’’ রুদ্ধদ্বার বৈঠকের কথা সাংবাদিকরা শুনতে পাচ্ছেন জানাজানি হওয়ার পরই ওই খোলা মাইকের তার কেটে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক কথাই প্রকাশ হয়ে গিয়েছে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE