E-Paper

যুদ্ধে বিয়ে স্থগিত নেতানিয়াহু-পুত্রের

রবিবার সারা দিন দু’পক্ষের লড়াই জারি ছিল। সূত্রের খবর, শনিবার রাত ১১টা নাগাদ মধ্য ইজ়রায়েলের জেরুসালেম ও হাইফাকে নিশানা করে স্রোতের মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৮:০৩
বেঞ্জামিন নেতানিয়াহু।

বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

সব কিছু ঠিক থাকলে কাল বিয়ের উৎসবে ভাসত ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবার। সোমবার সকালে বেঞ্জামিন-পুত্র অভনের ও তাঁর সঙ্গী অমিত ইয়ারদেনির চার হাত এক হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সারা। কিন্তু ইরান-ইজ়রায়েলের সাম্প্রতিকতম সংঘাতের প্রেক্ষিতে আজ বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার কথা ঘোষণা করলেন নেতানিয়াহুরা।

রবিবার সারা দিন দু’পক্ষের লড়াই জারি ছিল। সূত্রের খবর, শনিবার রাত ১১টা নাগাদ মধ্য ইজ়রায়েলের জেরুসালেম ও হাইফাকে নিশানা করে স্রোতের মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরান। সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করায় তড়িঘড়ি মাটির তলায় ও নিরাপদ বাঙ্কারে আশ্রয় নেন স্থানীয় প্রায় ১০ লক্ষ মানুষ। রাত আড়াইটে নাগাদ দ্বিতীয় দফায় আক্রমণ হানে ইরান। এ বারও নিশানা জেরুসালেম, সঙ্গে তেল আভিভ। পাল্টা আক্রমণে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইজ়রায়েল। ক্ষতিগ্রস্ত হয় হাইফার অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। ২০২২ সাল থেকে আদানি গোষ্ঠী ওই বন্দরের দায়িত্বে রয়েছে। তাদের প্রায় ৪০০ কোটি ২০ লক্ষ ডলার বিনিয়োগ রয়েছে সেখানে। ইজ়রায়েলের মোট আন্তর্জাতিক বাণিজ্যের ৩০ শতাংশ আমদানি-রফতানি এই বন্দরের মাধ্যমেই হয়ে থাকে। এমন গুরুত্বপূর্ণ বাণিজ্যস্থলে আঘাতকে তাই শুধু যুদ্ধের ফল বলে মানা যাচ্ছে না। এই হামলাকে ‘বেপরোয়া সামরিক আগ্রাসন’ বলে নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘কোনও প্ররোচনা ছাড়াই ইরান অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করল।’’ ভারতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। আজ আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় ৫ শতাংশ পতন হয়েছে।

রবিবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভের দক্ষিণে বাট ইয়াম এলাকার একটি বহুতল। ওই ঘটনায় ৩৫ জনের খোঁজ মেলেনি। পুলিশ কুকুর ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধ্বংসস্তূপে খোঁজ চলছে। তেল আভিভে নিহতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। জখম অন্তত ৩০০। পাল্টা হুঙ্কার দিয়েছে ইজ়রায়েল। নেতানিয়াহু বলেছেন, ‘‘আসল আক্রমণের কিছুই দেখেনি ইরান’’।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্য, আমেরিকার সঙ্গে তাদের পরমাণু বৈঠক ভেস্তে দিতেই এই আক্রমণের ষড়যন্ত্র করেছে ইজ়রায়েল। তাতে মদত দিয়েছে ওয়াশিংটনও। বস্তুত, রবিবার ওমানে ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ইজ়রায়েল হামলা চালানোর পরে বৈঠক বাতিল করে ইরান। আরাগচির দাবি, এই অবস্থায় কোনও আলোচনা চলতে পারে না। ইজ়রায়েলি হামলার জবাবে তারা আত্মরক্ষা করছে মাত্র। পাশাপাশি, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আলবারোজ় প্রদেশ থেকে দু’জনকে গ্রেফতার করেছে ইরান প্রশাসন। তাদের থেকে বিস্ফোরক ও বৈদ্যুতিন যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Benjamin Netanyahu israel

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy