Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Pakistan

গুগলে ‘ভিখারি’ লিখলে আসছে পাক প্রধানমন্ত্রীর নাম!

পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি রয়টার্সের সৌজন্যে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি রয়টার্সের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৯:১৮
Share: Save:

গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে উঠছে ইমরান খানের ছবি! সে জন্য গুগলের সিইও সুন্দর পিচাইকে প্রশ্নের মুখে পড়তে হবে বলে জানিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই সেখানকার পঞ্জাব অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, গুগল সিইও-র কাছে জানতে চাওয়া হবে, কেন ‘ভিখারি’ লিখে সার্চ দিলে গুগলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি ভেসে উঠছে?

এর আগে গুগলে ‘ইডিয়ট’ লিখলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আসায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সুন্দর পিচাইকে। এর জন্য ব্যাখ্যাও দিতে হয়েছিল গুগল সিইও-কে। এবার সেই একই প্রশ্ন তুলল পাকিস্তান।

পাকিস্তানের অভিযোগ, গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে ইমরান খানের ছবি। দেশের প্রধানমন্ত্রীর এ হেন অপমানের জবাব চাইতে পঞ্জাব প্রদেশ অ্যাসেম্বলিতে পাশ করানো হয়েছে প্রস্তাব। সেই প্রস্তাবেই গুগল সিইও-কে ডেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন: নাক গলাচ্ছে! সেনেটের নিন্দা সৌদির

বেশ কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খবর প্রচারের সময় ইংরেজিতে ‘ব্রেকিং’ না লিখে ‘বেগিং’ লিখে ফেলে একটি টিভি চ্যানেল। এতে বিশ্বব্যাপী ট্রলের শিকার হন ইমরান খান। সেই ঘটনার কারণেই ভিখারি লিখে সার্চ করলে ইমরান খানের ছবি চলে আসছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: মলদ্বীপ নিয়ে স্বস্তি, সাহায্যে উদার দিল্লি

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pak PM Imran Khan Beggar Google Search Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE