Advertisement
E-Paper

বিচে পর্যটকদের ভিড়, তার মধ্যেই ঘুরছে হাঙর! দেখুন ভিডিও

পর্যটকদের সমুদ্র স্নানের সময় হঠাৎই বিচের কাছে ভেসে উঠল একটা ব্লু শার্ক! আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। শনিবার ম্যালোরকার কালা মেজর এবং কান পাসটিলা বিচে এই ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৯:১০
ছবি ভিডিও থেকে।

ছবি ভিডিও থেকে।

লেট নাইট বিচ পার্টি চলছিল। সমুদ্রে স্নানে গেলেন এক তরুণী। আর তখনই কী যেন একটা টানতে শুরু করল তাঁকে। টেনে নিয়ে যেতে থাকল জলের তলায়। চিত্কার করেও কোনও লাভ হল না। পর দিন সকালে ওই তরুণীর দেহের কিছু টুকরো মিলল ঘটনাস্থল থেকে কিছু দূরের একটি বিচে। দৃশ্যটি হলিউড সিনেমা ‘জস’-এর। অনেকটা এমনই ঘটনা ঘটল স্পেনের ম্যালোরকা সৈকতে। পর্যটকদের সমুদ্র স্নানের সময় হঠাৎই বিচের কাছে ভেসে উঠল একটা ব্লু শার্ক! আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। শনিবার ম্যালোরকার কালা মেজর এবং কান পাসটিলা বিচে এই ঘটনা ঘটেছে। পর্যটকদের ভিডিও-তে সেই দৃশ্য ধরাও পড়েছে। তবে এ ক্ষেত্রে হাঙরটি কাউকে আক্রমণ করেনি।

আরও পড়ুন: দিল্লিতে এ বার চালকহীন মেট্রো, তিন মাসের মধ্যেই চালু

ওই দিন ম্যালোরকার এই দুই সৈকতে প্রচুর পর্যটকের ভিড় ছিল। নজরদারির জন্য সৈকতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। প্রথমে তাঁদেরই নজরে পড়ে হাঙরটি। লাল পতাকা দেখিয়ে পর্যটকদের সতর্ক করে দেন তাঁরা। জল থেকে পর্যটকদের উঠে আসতে বলা হয়। বিচের কাছাকাছি চলে এলে পর্যটকদের মোবাইল ক্যামেরায় হাঙরটি ধরা পড়ে। পরে বিচ নিরাপত্তারক্ষীরা একটি মোটরবোটে হাঙরটিকে উদ্ধার করতে যান। পরদিন অর্থাৎ রবিবার হাঙরটি ধরা পড়ে।

নিরাপত্তারক্ষীরা জানান, হাঙরটি লম্বায় প্রায় এক মিটার। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। নিরাপত্তারক্ষীদের অনুমান, এটা তাকে শিকারের জন্য ছোড়া কোনও অস্ত্রের আঘাত হতে পারে। আর জখম হওয়ার জন্যই সম্ভবত সেটি পাড়ের দিকে চলে এসেছিল। আহত হওয়ায় ফিরেও যেতে পারেনি। বা এমনটাও হতে পারে যে, বিচে আটকে যাওয়ার পর কোনও ভাবে এই আঘাত হয়েছে। তবে হাঙরটির শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

দেখুন ভিডিও:

Shark Mallorca
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy