Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চলে গেলেন বি বি কিঙ্গ

ঘুমের মধ্যেই চলে গেলেন ‘ব্লুজ’ গায়ক এবং গিটারিস্ট বি বি কিঙ্গ। বৃহস্পতিবার লাস ভেগাসের বাড়িতে রাত ন’টা চল্লিশ নাগাদ মারা গিয়েছেন বি বি কিঙ্গ। বয়স হয়েছিল ৮৯ বছর। সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন তাঁর আইনজীবী। ‘দ্য থ্রিলার ইজ গন’, ‘প্লিজ লাভ মি’-র মতো গান গেয়ে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন।

সংবাদ সংস্থা
লাস ভেগাস শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:০৯
Share: Save:

ঘুমের মধ্যেই চলে গেলেন ‘ব্লুজ’ গায়ক এবং গিটারিস্ট বি বি কিঙ্গ। বৃহস্পতিবার লাস ভেগাসের বাড়িতে রাত ন’টা চল্লিশ নাগাদ মারা গিয়েছেন বি বি কিঙ্গ। বয়স হয়েছিল ৮৯ বছর। সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন তাঁর আইনজীবী। ‘দ্য থ্রিলার ইজ গন’, ‘প্লিজ লাভ মি’-র মতো গান গেয়ে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। বি বি কিঙ্গের মৃত্যুর খবর পেয়ে টুইটারের মতো সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে হলিউডের অনেকেই দুঃখপ্রকাশ করেছেন।

ইংরেজি গানের দুনিয়ায় সেই ১৯৪৭ সালেই নিজের জাদু ছড়াতে পেরেছিলেন কিঙ্গ। তার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৬ সালে ‘ব্লুজ অল অ্যারাউন্ড মি’ নামে আত্মজীবনীও লিখেছিলেন কিঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

B.B. King las vegas social network singer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE