বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমেই টানাপড়েন বাড়ছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি জাতীয় সংসদের ভোট পিছনোর চক্রান্তের অভিযোগ তুলেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে।
বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুদিবসে মঙ্গলবার ভার্চুয়াল বক্তৃতায় ফখরুল বলেন, ‘‘অত্যন্ত সুপরিকল্পিত ভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।’’ এর পরেই অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াতে ইসলামী, এনসিপি-সহ কয়েকটি দলের সমর্থনে ইউনূস সরকার জাতীয় সংসদের ভোট পিছিয়ে দিতে সক্রিয় হয়েছে বলে অভিযোগ। গত ১৬ অগস্ট বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস তাঁর বক্তৃতায় জানিয়েছিলেন, সব শর্ত পূরণ করলে ২০২৫-এর শেষ থেকে ২০২৬-এর প্রথমার্ধের মধ্যে ‘নির্বাচন করা যেতে পারে’। পরের দিন ইউনূসের প্রেস সচিব আবার ব্যাখ্যা দেন, ২০২৬-এর জুনের পরে নির্বাচন হতে পারে। এর পরেই ধারাবাহিক ভাবে বিএনপি দাবি তুলছে, ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করতে হবে সরকারকে।