Advertisement
০২ মে ২০২৪
Kohinoor

রাজ্যাভিষেকে রানির মুকুটে থাকবে না কোহিনুর, বিতর্ক এড়াতে কি এই সিদ্ধান্ত ক্যামিলার?

১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক অনুষ্ঠানে কোহিনুর বসানো ওই মুকুটটি পরেছিলেন তাঁর স্ত্রী কুইন কনসর্ট মেরি অব টেক। পরে রানি দ্বিতীয় এলিজ়াবেথের মা-ও সেটি পরেছেন।

kohinoor.

কোহিনুর হিরে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২৩:৪৫
Share: Save:

মে মাসে রাজ্যাভিষেক হতে চলেছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার। সেই অনুষ্ঠানে ক্যামিলা যে মুকুটটি পরার সিদ্ধান্ত নিয়েছেন, পঞ্চম জর্জের স্ত্রী মেরি অফ টেকের সেই মুকুটেই রয়েছে কোহিনুর হিরে। কিন্তু শেষ পর্যন্ত ক্যামিলার ‘অনীহা’য় খানিক বদল আনা হল মুকুটের নকশায়। রানি কনসর্টের মুকুটে শোভা পাবে না কোহিনুর হিরে! এই খবর চাউর হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তা হলে কি কোহিনুর-বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত নিল বাকিংহাম প্যালেস?

১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক অনুষ্ঠানে কোহিনুর বসানো ওই মুকুটটি পরেছিলেন তাঁর স্ত্রী কুইন কনসর্ট মেরি অব টেক। পরে রানি দ্বিতীয় এলিজ়াবেথের মা-ও সেটি পরেছেন। অতীতে বহুবার ওই বহুমূল্য বিরল ওই হিরেটি ভারতে ফেরানোর দাবি উঠেছে। সেই বিতর্ক আবার ফিরে আসুক, চাইছে না বাকিংহাম প্রাসাদ।

ব্রিটেনের রাজপরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর অ্যাসোসিয়েট এডিটর ক্যামিলা টমিনে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনিও জানান, আগামী ৬ মে-র রাজ্যাভিষেক অনুষ্ঠান ঘিরে যাতে কোনও ভাবে বিতর্ক তৈরি না হয়, তার জন্য এখন থেকেই সতর্ক ক্যামিলা। কুইন কনসর্ট চান না, ওই অনুষ্ঠানে মুকুটের কোহিনুর দেখে সেটিকে নিয়ে ফের কোনও বিতর্কের জন্ম হোক। তাঁর কথায়, ‘‘যে হেতু কোহিনুরের ব্যাপারটি বিতর্কিত, তাই আমার মনে হয়, রাজপরিবার এটা নিয়ে ভীষণ সতর্ক। রাজ্যাভিষেক ব্যতীত কোহিনুর নিয়ে কোনও খবর হোক, এটা তারা চাইছে না।’’

বাকিংহাম প্রাসাদ কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন, কুইন কনসর্টের অনুরোধ মেনে ‘টাওয়ার অফ লন্ডন’-এ রাখা ওই ঐতিহাসিক মুকুটটি ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোহিনুরের বদলে ওই মকুটে বসানো হবে কালিনান থ্রি, ফোর এবং ফাইভ হিরে। প্রয়াত রানি দ্বিতীয় এলিজ়াবেথ জীবদ্দশায় মাঝে মধ্যেই নিজের ব্রোচে এই ধরনের হিরে পরতেন। তা ছাড়াও মুকুটের মধ্যে আরও কিছু পরিবর্তন আনা হবে। তবে কোহিনুর ওই মুকুট থেকে সরিয়ে কোথায় রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। কুইন কনসর্টের মতো রাজা তৃতীয় চার্লসের মুকুটেও বদল আনা হয়েছে। রাজ্যাভিষেকে সেন্ট এডওয়ার্ডের মুকুট পরবেন চার্লস। সেটিকে ইতিমধ্যেই সারিয়ে এনে টাওয়ার অব লন্ডনে সাধারণ মানুষের দেখার জায়গায় রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kohinoor Buckingham Palace King Charles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE