সংস্থার নাম রাখা হয়েছিল মিশরীয় দেবতা আইসিসের নামে। আইসিস কথাটির অর্থ সুস্বাস্থ্য। নামের মিল এবং সংস্থাটি মার্কিন হলেও তার বিরুদ্ধে কোনও যুদ্ধ ঘোষণা করেনি জঙ্গি সংগঠন আইসিস।
তবে কী সমস্যা সংস্থাটির?
নামের গুঁতোয় পড়েছে প্রখ্যাত ওষুধ সংস্থাটি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংস্থাটি ক্যানসার, হৃত্পিণ্ড, স্নায়ুরোগের ওষুধ তৈরি করে। এই সব ওষুধের জন্য সংস্থাটির খুবই নাম। এতদিন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আইসিস জঙ্গিদের ঠেলায় মিশরীয় দেবতার সুন্দর নামটি কী আর মনে থাকে। ইদানিং আইসিস কথাটি শুনলেই হাড় হিম করা জঙ্গি সংগঠনের কথা মনে আসে। গত বছর পর্যন্তও সংস্থার নাম বা লোগো পরিবর্তনের কথা ভাবেননি কর্তৃপক্ষ। কিন্তু এ বারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্যারিসে জঙ্গি হামলার পর যথেষ্ট সমস্যায় পড়েছে মার্কিন সংস্থাটি। পরোক্ষে সংস্থাটিকে ভাতে মারছে জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার শেয়ারের দাম পড়েছে প্রায় ৪ শতাংশ। সংস্থার সহ-সভাপতি ডি ওয়াডে ওয়াল্ক জানান, ‘জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও যোগ না থাকলেও তাঁদের সংস্থার নাম শুনলেই এখন সকলে সন্দেহের চোখে তাকাচ্ছে। সময় নষ্ট করার মানে হয় না। চুড়ান্ত সিদ্ধান্ত না হলেও নাম পাল্টাবার তাই ভাবনা চিন্তা করা হচ্ছে।