Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ক্লাস ফাইভের এই অঙ্কটি করতে পারবেন?

ক্লাস ফাইভের ওই পরীক্ষার্থীরা তো বটেই, সোশ্যাল মিডিয়ারও নাভিশ্বাস উঠেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে। উত্তর খুঁজতে কি আপনিও নাজেহাল?

অঙ্ক কী কঠিন! প্রতীকী চিত্র।

অঙ্ক কী কঠিন! প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১১:৩৬
Share: Save:

একটি জাহাজে ২৬টি ভেড়া এবং ১০টি ছাগল আছে। তা হলে জাহাজের ক্যাপ্টেনের বয়স কত?

অবাক হচ্ছেন? ভাবছেন, এমন প্রশ্ন হয় নাকি? অনেকে আবার দাবি করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়া কখনওই সম্ভব নয়। কারণ প্রশ্নে ভুল রয়েছে। কিন্তু যারা এই প্রশ্নটি করেছেন, সেই চিনের শিক্ষা দফতর কিন্তু জানিয়ে দিয়েছে প্রশ্নটি ঠিক এবং এর উত্তরও পাওয়া সম্ভব!

প্রশ্নটি করা হয়েছে চিনের ক্লাস ফাইভের অঙ্ক পরীক্ষায়। যে প্রশ্নের উত্তর খুঁজতে আপাতত নাজেহাল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: সহজতম এই ধাঁধাঁটি সমাধান করতে কালঘাম ছুটছে সকলের, কেন?

বিবিসির খবর অনুযায়ী, এই প্রশ্নটির সারবত্তা নিয়ে এক প্রশ্নের উত্তরে চিনের শিক্ষা দফতরের এক কর্তা বলেন, “প্রশ্নটি একদম ঠিক। সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, আমাদের প্রাইমারি স্তরের শিশুদের বাস্তববোধের যথেষ্ট অভাব। অঙ্কের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি।” আর তাই এই ধরনের একটি ‘বাস্তব’ জ্ঞানের প্রশ্ন করা হয়েছে বলা জানান তিনি।

সেই ‘বাস্তব’ জ্ঞানের প্রশ্ন।

ক্লাস ফাইভের ওই পরীক্ষার্থীরা তো বটেই, সোশ্যাল মিডিয়ারও নাভিশ্বাস উঠেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে। উত্তর খুঁজতে কি আপনিও নাজেহাল? তা হলে দেখুন চিনের শিক্ষা দফতর কী বলছে এই প্রশ্নের উত্তর নিয়ে।

আরও পড়ুন: মুকেশ অম্বানীর ছেলের ‘বিয়ের কার্ড’ ভাইরাল, দাম শুনলে চমকে যাবেন

চিনে একটি ভেড়া এবং একটি ছাগলের গড় ওজন অনুযায়ী ২৬টি ভেড়া এবং ১০টি ছাগলের মোট ওজন কমপক্ষে সাত হাজার সাতশো কেজি। চিনে পাঁচ হাজার কেজি ওজনের বেশি পণ্য পরিবহণের ক্ষেত্রে জাহাজের ক্যাপ্টেনের অন্তত পাঁচ বছরের লাইসেন্সের প্রয়োজন। চিনে জাহাজ চালানোর ন্যূনতম বয়স ২৩। অর্থাত এই জাহাজের ক্যাপ্টেনের বয়স ২৮ (২৩+৫) এর কম নয়।

কী ভাবছেন? অঙ্ক কী কঠিন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Viral News Math
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE