Advertisement
২৭ এপ্রিল ২০২৪
canada

কফি কাপে প্রস্রাব! অনলাইন বৈঠকে উলঙ্গ হওয়া সেই কানাডার সাংসদ ফের বিতর্কে

ওই সাংসদের সাফাই, ‘‘ক্যামেরা যে অন ছিল, তা খেয়াল করিনি।’’

কানাডার সাংসদ উইলিয়াম অ্যামস।

কানাডার সাংসদ উইলিয়াম অ্যামস। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
অটোয়া শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১২:৫৫
Share: Save:

সরকারি বৈঠকের সময় উলঙ্গ অবস্থায় হাজির হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল এপ্রিলে। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। কানাডার ওই সাংসদ ফের জড়ালেন বিতর্কে। অনলাইনে সরকারি কার্যক্রম চলার সময়ই তাঁকে দেখা গেল কপি কাপে প্রস্রাব করতে। যদিও গত বারের মতো এই কাজের পর ওই সাংসদের সাফাই, ‘‘ক্যামেরা যে অন ছিল, তা খেয়াল করিনি।’’

কানাডার সাংসদ উইলিয়াম অ্যামস। সরকারি বৈঠকের সময় তিনি একটু বিরতি নিচ্ছেন বলে জানান। তার পর তাঁকে কফি কাপের মধ্যেই প্রস্রাব করতে শুরু করেন। অ্যামস সে দেশে শাসকদলেরই সাংসদ। এই ঘটনার পর তারা ক্ষমা চেয়ে একটি টুইট করেছেন। অ্যামসও বলেছেন, ‘‘হাউস অব কমনসের ভার্চুয়াল মাধ্যমে কার্যক্রমে আমি উপস্থিত ছিলাম। আমি যখন প্রস্রাব করছিলাম, তখন বুঝতে পারিনি ক্যামেরা অন ছিল। এই ঘটনায় আমি খুবই বিব্রত এবং লজ্জিত।’’

ক্ষমা চাইলেও এই ঘটনার জেরে শাস্তির মুখে পড়তে হয়েছে কানাডার শাসকদলের ওই সাংসদকে। আপাতত তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি পদ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

controversy canada Member of Parliament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE