Advertisement
০৫ মে ২০২৪

কক্সবাজারের সমুদ্রে ভেঙে পড়ল কার্গো বিমান

যাত্রা শুরুর পরমুহূর্তেই সমুদ্রে ভেঙে পড়ল একটি কার্গো বিমান। বুধবার সকালে বাংলাদেশের কক্সবাজারের এই ঘটনায় এক বিমানকর্মী মারা গিয়েছেন। এখনও দু’জন নিঁখোজ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ১১:৫৪
Share: Save:

যাত্রা শুরুর পরমুহূর্তেই সমুদ্রে ভেঙে পড়ল একটি কার্গো বিমান। বুধবার সকালে বাংলাদেশের কক্সবাজারের এই ঘটনায় এক বিমানকর্মী মারা গিয়েছেন। আহত এক এবং দু’জন নিঁখোজ হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ ওই কার্গো বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কয়েক মিনিট পরেই সেটি নাজিরাটেক পয়েন্টের কাছে সমুদ্রে ভেঙে পড়ে। ট্রু এভিয়েশনের আন্তনভ ২৬ মডেলের ওই বিমানটি কক্সবাজার এবং যশোহরের মধ্যে চিংড়ি-পোনা পরিবহণের কাজে ব্যবহৃত হতো। বিমানের চার কর্মীই রাশিয়ার নাগরিক। তাঁদেরই এক জনের মৃত্যু হয়েছে। সৈকত থেকে আধ কিলোমিটার দূরে সমুদ্রে বিমানটি ভেঙে পড়ার পর পরই স্থানীয় মত্স্যজীবী এবং উপকূলরক্ষী বাহিনী উদ্ধার কাজ শুরু করে। পরে দমকল কর্মীরাও উদ্ধারের কাজে অংশ নেন।

সকাল ১০টা নাগাদ মত্স্যজীবীরা দু’জনকে উদ্ধার করেন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cox's Bazar Cargo plane plane crash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE