ধরা দিলেন ক্যাটালোনিয়ার প্রাক্তন প্রাদেশিক প্রেসিডেন্ট কার্ল পুইদমঁ ও তাঁর চার সহযোগী। দেশদ্রোহের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট-সহ আট মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল আগেই। কিন্তু অধরা থেকে গিয়েছিলেন প্রাক্তন প্রাদেশিক প্রেসিডেন্ট কার্ল পুইদমঁ ও তাঁর চার ঘনিষ্ঠ। বেলজিয়াম আশ্রয় দিয়েছিল পুইদমঁকে। গত কাল তাই ইউরোপীয় বিশেষ আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পুইদমেঁর বিরুদ্ধে। এর পরেই আজ আত্মসমর্পণ করলেন পুইদমঁ-সহ পাঁচ জন।
প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশদ্রোহ, উস্কানিমূলক বক্তৃতা ও সরকারি অর্থের অপব্যবহার করে স্বাধীনতা ঘোষণার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। গত কালই পুইদমঁ বলেছিলেন, ‘‘শুধুমাত্র ভিন্ন মত প্রকাশ করার জন্য কারও জেল হতে পারে না!’’ জানান, সুবিচারের আশ্বাস না দিলে তিনি স্পেনে ফিরবেন না।
মাদ্রিদের সরকারি আইনজীবী আজ জানান, পরবর্তী পদক্ষেপ কী হবে, সোমবার সকালে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ইউরোপীয় বিশেষ আইনে গ্রেফতার করা হবে না সাধারণ ভাবে গ্রেফতার করা হবে। দ্বিতীয় ক্ষেত্রে শর্তসাপেক্ষে কিংবা জামিনে মুক্তি পেতে পারেন পুইদমঁ।