প্যারিসের ল্যুভ জাদুঘরে ডাকাতির পরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ফ্রান্স সরকার। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি শুক্রবার জানিয়েছেন, চলতি বছরেই লুভ্যরে ‘অ্যান্টি-র্যামিং ডিভাইস’ বসানো হবে। এতে কোনও গাড়ি দ্রুত গতিতে জাদুঘর চত্বরে প্রবেশ করতে পারবে না।
১৯ অক্টোবর জাদুঘরে ঢুকে পড়েছিল চোরেরা। মাত্র ৭ মিনিটে অ্যাপোলো গ্যালারি থেকে ফরাসি রাজপরিবারের গয়না চুরি করে পালায় তারা। ফরাসি আইনমন্ত্রী জেরাল্ড ডারমানিন স্বীকার করে নেন যে, লুভ্যরের নিরাপত্তা যথেষ্ট পোক্ত ছিল না। গত সপ্তাহে, লুভ্যরের পরিচালক লরেন্স ডেস কারসও জাদুঘরের নিরাপত্তায় গাফিলতি নিয়ে অভিযোগ তুলেছিলেন। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী দাতি জানিয়েছেন, বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে লুভ্যরে অনুপ্রবেশ এবং চুরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছেন জাদুঘর কর্তৃপক্ষ। গত শুক্রবার ল্যুভে দুর্মূল্য কিছু অলঙ্কার মাত্র ৫০০ মিটার দূরে ব্যাঙ্ক অব ফ্রান্সের গোপন কুঠুরিতে রেখে আসা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)