Advertisement
E-Paper

বিতর্কে হাঁপিয়ে উঠেছিলেন দিদি, অকপট ডায়ানার ভাই

স্পেন্সার জানিয়েছেন, পাপারাৎজিদের ‘অত্যাচার’ ও ব্রিটেনের পত্রিকাগুলিতে ডায়ানাকে নিয়ে ছাপা বিতর্কিত খবরের ধাক্কায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন় ডায়ানা। প্যারিসের সুড়ঙ্গে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পরেও যে বিতর্ক পিছু ছাড়েনি তাঁর।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০২:৪৮
ভাইয়ের সঙ্গে ডায়ানা। ফাইল চিত্র

ভাইয়ের সঙ্গে ডায়ানা। ফাইল চিত্র

দিদি ডায়ানার প্রিয় জায়গা ছিল তাঁর লেখাপড়ার ঘরটা। দিদির মৃত্যুর পর সেই ঘরে বসেই তাঁর জন্য শেষ লেখাটি লিখেছিলেন ছোট ভাই চার্লস স্পেন্সার। ১৯৯৭-এ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে সেটি পাঠ করেন তিনি। যে লেখায় ছিল দিদিকে নিয়ে তাঁর নিখাদ আবেগের প্রকাশ। যেখানে তিনি বলেন, কী ভাবে সংবাদমাধ্যম ও রাজপরিবারের চাপে শেষের দিনগুলোয় হাঁপিয়ে উঠছিলেন ডায়ানা। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি কথা দিয়েছিলেন, প্রিন্স উইলিয়াম ও হ্যারির দায়িত্ব নেবেন ডায়ানার ‘রক্তের সম্পর্কের আত্মীয়রাই’। অত্যন্ত ‘ব্যক্তিগত’ সেই বক্তব্য যাতে আগেভাগেই জানাজানি না হয় সে ব্যাপারে যথেষ্ট সতর্কও ছিলেন স্পেন্সার।

আরও পড়ুন: বাক্সবন্দি এই মডেলকেই পর্ন সাইটে বেচে দেওয়া হচ্ছিল!

স্পেন্সার জানিয়েছেন, পাপারাৎজিদের ‘অত্যাচার’ ও ব্রিটেনের পত্রিকাগুলিতে ডায়ানাকে নিয়ে ছাপা বিতর্কিত খবরের ধাক্কায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন় ডায়ানা। প্যারিসের সুড়ঙ্গে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পরেও যে বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। স্পেন্সারের কথায়, ‘‘সংবাদমাধ্যমের সবচেয়ে কুৎসিত দিকগুলো ওকে তাড়া করে বেড়াত। আমার তাই মনে হয়েছিল, ওর অন্ত্যষ্টিতেও সেই প্রসঙ্গটা সবার সামনে তুলে ধরা প্রয়োজন।’’ ২০ বছর বাদে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের সেই কথাগুলোই আরও এক বার বলেছেন স্পেন্সার। তিনি মনে করেন, যে কথাগুলো ডায়নার বলার ছিল, কিন্তু আর সে সুযোগ ছিল না, সে দিন সেই কথাগুলোই বলেছিলেন তিনি। তিনি বিশ্বাস করেন, সেই কথাগুলো শুনলে গর্ব বোধ করতেন তাঁর দিদি।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ডায়ানার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে মা হারা উইলিয়াম ও হ্যারির দায়িত্ব নেওয়ার ‘প্রতিজ্ঞা’ করেছিলেন স্পেন্সার। যদিও সে প্রস্তাব একে বারেই ভাল চোখে দেখেনি রাজ পরিবার। স্পেন্সার বলেছেন, ‘‘সে দিন আমি যা যা বলেছিলাম তার প্রতিটা কথা সত্যি ছিল। আমার চেয়েছিলাম সৎ ভাবে সব কিছু বলতে। হয়ত তার জন্যই খুব গুছিয়ে কিছু বলতে পারিনি।’’ রাজপরিবারের কেউ বা স্বয়ং রানি তাতে আপত্তি করেননি? স্পেন্সারের বক্তব্য, ‘‘আমার খুব পরিচিত এক জন রানিকে প্রশ্ন করেছিল, আপনার এ ব্যাপারে কিছু বলার আছে?’ তাতে রানি বলেন, এটা ওঁর বোনের শেষকৃত্য। উনি যা মনে করেন তা বলার সম্পূর্ণ অধিকার ওঁর রয়েছে।’’ স্পেন্সার জানান, তিনি কারওকে কোনও ব্যাপারেই দোষারোপ করতে চাননি। তিনি শুধু চেয়েছিলেন তাঁর দিদি, ডায়ানা যেমন ছিলেন তা তুলে ধরতে।

যে নর্থহ্যাম্পশায়ারে ডায়ানার ছোটবেলা কেটেছিল, সেখানেই স্পেন্সার পরিবারের বাকিদের পাশে কবর দেওয়া হয় ডায়ানাকে। তাঁর ভাইয়ের কথায়, ‘‘খুব দুশ্চিন্তা ছিল, কোথায় ওকে নির্বিঘ্নে কবর দিতে পারব। চেয়েছিলাম মৃত্যুর পরে অন্তত ও ‘নিরাপদে’ থাকুক।’’

Cherles Spencer Princess Diana Britain ডায়ানা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy