Advertisement
E-Paper

বদ্ধ লিফ্‌টে বাজি পুড়িয়ে কেরামতি দুই যুবকের! ছিটকে এল আগুনের শিখা, ধোঁয়ায় ভরল এলাকা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ ডিসেম্বর রাত ৮টা নাগাদ রাশিয়ার মুরিনোয় ঘটনাটি ঘটেছে। দুই যুবক একটি আবাসনের লিফ্‌টের ভিতরে আতশবাজি নিয়ে ঢুকে পড়েন। বদ্ধ লিফ্‌টেই একের পর এক আতশবাজি পোড়াতে শুরু করেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:১৯
Video shows two youth set off crackers inside closed lift in Russia

বদ্ধ লিফ্‌টে দুই যুবকের কেরামতি। ছবি: এক্স থেকে নেওয়া।

লিফ্‌টের ভিতরে আতশবাজি পোড়ালেন দুই যুবক! বদ্ধ জায়গায় কেরামতি করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে লাগল তাঁদের গায়েই। পরে ক্ষমা চেয়ে লিফ্‌ট পরিষ্কারও করতে হল তাঁদের। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ ডিসেম্বর রাত ৮টা নাগাদ রাশিয়ার মুরিনোয় ঘটনাটি ঘটেছে। দুই যুবক একটি আবাসনের লিফ্‌টের ভিতর আতশবাজি নিয়ে ঢুকে পড়েন। বদ্ধ লিফ্‌টেই একের পর এক আতশবাজি পোড়াতে শুরু করেন তাঁরা। আগুনের শিখা এবং ফুলকি ছিটকে তাঁদের গায়েই লাগে। পুরো লিফ্‌ট ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান দুই যুবক। তাঁদের কীর্তি লিফ্‌টে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই কাণ্ড ঘটানোর পর দুই যুবকই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন। পরে তাঁদের চিহ্নিত করে ক্ষমা চাইতে বলা হয়। তাঁদের জন্য লিফ্‌টের যে ক্ষতি হয়েছে এবং যে সব অংশ পুড়ে গিয়েছে তা মেরামতি করার নির্দেশ দেওয়া হয়।

ওই দুই যুবকের লিফ্‌টের মধ্যে আতশবাজি পোড়ানোর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আর্সেন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ বিস্ময় প্রকাশ করলেও অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। দুই যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মজা করার একটি সীমা থাকে। বদ্ধ জায়গায় বিস্ফোরণ হলে মারাত্মক পরিণতি হতে পারত।’’

Viral Video Russia Fire Crackers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy