বাংলাদেশের রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর বিমান ভেঙে পড়ার ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার দুপুরে মাহতাব রহমান ভূঁইয়া নামে ১৪ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল সে। দুর্ঘটনায় কিশোরের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলেখবর সুত্রের।
উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা ওই কিশোর তার বাবা মিজানুর রহমান ভূঁইয়া, মা, দুই ভাই ও এক বোনের সঙ্গে থাকত। সোমবার বায়ুসেনার যুদ্ধবিমান এফ-৭ বিজিআই যে সময়ে আছড়ে পড়ে স্কুলের উপরে, তখন ক্লাস ছুটি হয়ে গেলেও বেশ কিছু কোচিং ক্লাস চলছিল সেখানে। কোচিংয়ে ছিল মাহতাবও। তাকে উদ্ধার করে যখন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ দিন বেলা ১টা ৫০ নাগাদ আইসিইউয়ে মাহতাবের মৃত্যু হয়।
গতকাল বার্ন ইনস্টিটিউটে আহত রোগীদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখে ভারতীয় চিকিৎসক দল। এই চিকিৎসক দলে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দু’জন অভিজ্ঞ নার্স রয়েছেন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে রোগীদের অবস্থা দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করে।
এ ছাড়া গতকাল রাতে ঢাকায় রাতে পৌঁছেছে চিনের চিকিৎসকদের একটি প্রতিনিধিদল। বিদেশি চিকিৎসকেরা দগ্ধ পড়ুয়াদের চিকিৎসা সহায়তা করবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)