চিনের বিরুদ্ধে এনপিটি লঙ্ঘনের অভিযোগ উঠল। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন-এর সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই অভিযোগ তোলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এনপিটি লঙ্ঘন করে পাকিস্তানকে পারমাণবিক চুল্লি দিয়েছে চিন।
নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) তে স্বাক্ষর করেনি বলে ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ (এনএসজি)-এর সদস্য হতে বাধা দিয়েছে চিন। গত জুনে প্রথমে ভিয়েনা এবং পরে সিওলের বৈঠকে ভারতের এনএসজি-র অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করে চিন। সেই চিনের বিরুদ্ধে এনপিটি লঙ্ঘনের অভিযোগ উঠল। পাকিস্তানকে ছ’টি চাসমা-৩ পারমাণবিক চুল্লি দিয়েছে চিন। এই চুল্লি দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: দক্ষিণ চিন সাগরে মিলল গভীরতম ব্লু হোল! ‘ড্রাগন রন্ধ্র’, বলছে বেজিং