Advertisement
২৭ এপ্রিল ২০২৪
US-China

আমেরিকাকে নিশানা চিনের

চিনের বিদেশ মন্ত্রকের মন্তব্য, ‘‘চিনকে নিশানা করে একাধিক দেশ যে পদক্ষেপ করছে তা অবৈজ্ঞানিক বলেই আমাদের বিশ্বাস। যে বাড়াবাড়ি করা হচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’’

আমেরিকার  বিরুদ্ধে এ বার গর্জে উঠল বেজিং।

আমেরিকার  বিরুদ্ধে এ বার গর্জে উঠল বেজিং। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ০৬:৩৯
Share: Save:

সীমান্ত খুলে দিয়েছে চিন। কিন্তু সেখানকার সংক্রমণ চিত্র আশঙ্কার মেঘ জমিয়েছে দেশে-দেশে। এই পরিস্থিতিতে বিশেষত চিন থেকে আসা পর্যটকদের জন্য কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে বহু রাষ্ট্র। যেমন সেখান থেকে আসা যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে আমেরিকা। যার বিরুদ্ধে এ বার গর্জে উঠল বেজিং। এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটনকে তৈরি থাকার হুমকি দিয়েছে তারা। তবে হোয়াইট হাউসের জবাব, এতে মোটেও ভীত নয় তারা। যা করা হচ্ছে পুরোটাই হচ্ছে ‘জনস্বাস্থ্যের জন্য এবং সম্পূর্ণ ভাবে বিজ্ঞানের ভিত্তিতে’।

এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মন্তব্য, ‘‘চিনকে নিশানা করে একাধিক দেশ যে পদক্ষেপ করছে তা অবৈজ্ঞানিক বলেই আমাদের বিশ্বাস। যে বাড়াবাড়ি করা হচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’’ সঙ্গে তাদের আরও সংযোজন, ‘‘আদতে কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার এই চেষ্টার বিরোধিতা করছি। পাল্টা আমরাও কড়া পদক্ষেপ করব।’’

আমেরিকাও অবশ্য এই হুমকির বিরুদ্ধে মুখ খুলতে দেরি করেনি। হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ‘‘যারা নিজেদের নাগরিকদের সুস্বাস্থ্য এবং সুরক্ষার জন্য যথাযোগ্য পদক্ষেপ করছে তাদের বিরুদ্ধে বেজিংয়ের এই হুমকির কোনও কারণ দেখছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US-China COVID-19 america China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE