অন্তরীক্ষে ব্যর্থতার মুখ দেখল চিন। রবিবার একটি অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে পারলেন না বিজ্ঞানীরা। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই মিশন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বেজিং। শুরু হয়েছে তদন্ত।
রবিবার চিনের স্থানীয় সময় ১টা ২ মিনিটে জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘জিলিন-১ গাওফেন ০৩সি’। কুয়াইঝাও-১এ লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ ঠিকঠাক হলেও প্রযুক্তিগত ত্রুটির জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। চিনের সরাকরি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’- এই খবর জানানো হয়েছে।
তবে নির্দিষ্ট কী কারণে এই কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপিত হয়নি, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে ‘অস্বাভাবিক পারফরম্যান্স’-এর জন্য মিশন ব্যর্থ হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়ে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের বিস্তারিত খুঁটিনাটি শীঘ্রই জানানো হবে।
আরও পড়ুন: প্রথায় ব্যতিক্রম, হচ্ছে না সর্বদল বৈঠক, সোমবার শুরু বাদল অধিবেশন
আরও পড়ুন: নববিহারের কাণ্ডারী নীতীশ, ভোটমুখী বিহারকে তিন পেট্রোলিয়াম প্রকল্প দিয়ে বললেন মোদী