Advertisement
১১ মে ২০২৪
Pentagon

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিরিক্ত আগ্রাসী হয়ে উঠছে চিন, ফের বলল পেন্টাগন

আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স ক্যাথলিন হিকস এ প্রসঙ্গে বলতে গিয়ে চিনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের টানাপড়েনের বিষয়টিও সামনে আনেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০৯:৪৭
Share: Save:

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন আরও আগ্রাসী ভূমিকা নিচ্ছে। যার ফলে ওই অঞ্চলে একটা উত্তেজনার আবহ তৈরি হচ্ছে বলে জানাল পেন্টাগন। এর আগেও বহু বার চিনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাদের সতর্ক করেছে আমেরিকা।

চিনের এই ভূমিকা নিয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো আগেই আপত্তি জানিয়েছিল। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। যে ভাবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিনিয়ত নিজেদের শক্তি জাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শি চিনফিঙের দেশ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স ক্যাথলিন হিকস এ প্রসঙ্গে বলতে গিয়ে চিনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের টানাপড়েনের বিষয়টিও সামনে আনেন। তাঁর কথায়, “শুধু ২০২০ সালেই অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম এবং ফিলিপিন্সের সঙ্গে একাধিক দেশের সঙ্গে চিনের টানাপড়েন চলেছিল।” লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের সঙ্গে চিনের সংঘর্ষের কথাও উল্লেখ করেন হিকস।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের আধিপত্য বিস্তার করার যে প্রয়াস চালাচ্ছে চিন তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিকস এটাও উল্লেখ করেন যে, চিনের এ ধরনের কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হতে পারে। যা খুবই চিন্তার বিষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Pentagon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE