Advertisement
১৮ মে ২০২৪
china

ধাতুর টুকরো উড়ে এসে মেরে ফেলল চালককে, ভাইরাল ভিডিয়ো

হাইওয়েতে পড়ে রয়েছে একটি ধাতুর টুকরো। একটি কালো সেদান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িটি ধাতুর পাতের ওপর দিয়ে চলে যায়। গাড়ির চাকার চাপে হাওয়ায় উড়ে গিয়ে পিছনের একটি সাদা রঙের গাড়ির সামনের কাচে ঢুকে গেল

গাড়ির দিকে উড়ে আসছে ধাতুর টুকরো। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

গাড়ির দিকে উড়ে আসছে ধাতুর টুকরো। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৮:৩১
Share: Save:

কার মৃত্যু কী ভাবে হবে কেউ জানে না। একদম হলিউড সিনেমার দৃশ্যের মতো মৃত্যু নেমে এল চিনের এক ব্যক্তির। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি বড় ধাতুর টুকরো উড়ে এসে গাড়ির সামনের কাচে এসে আঘাত করে। তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।

চিনের উত্তর-পশ্চিমে শানসি প্রদেশে ২৬ এপ্রিল দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে সে দেশের এক্সপ্রেসওয়ে পুলিশ। সি অ্যান্ড অ্যান রিং এক্সপ্রেসওয়ের ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ও তার সামনের একটি গাড়িতে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সেখান থেকেই এডিট করে একটি ভিডিয়ো ফুটেজও প্রকাশ করা হয়েছে।

ফুটেজে দেখা যাচ্ছে, হাইওয়েতে পড়ে রয়েছে একটি ধাতুর টুকরো। একটি কালো সেদান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িটি ধাতুর পাতের ওপর দিয়ে চলে যায়। গাড়ির চাকার চাপে হাওয়ায় উড়ে গিয়ে পিছনের একটি সাদা রঙের গাড়ির সামনের কাচে ঢুকে গেল।

আরও পড়ুন : চিনে নিষিদ্ধ রমজানের রোজা

আরও পড়ুন : জীবন্ত অক্টোপাসই খেতে চাইছে চিনা মহিলাকে!

ধাতুর টুকরোটি কোনও ট্রাক থেকে খসে পড়েছে বলে মনে করছে পুলিশ। ধাতুর টুকরোটি সাদা গাড়ির কাচে ঢুকে যাওয়ায় চালকের মৃত্যু হয়েছে। ভিডিয়োটি প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China road accident car accident Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE