Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Communist Govt

চিনে নিষিদ্ধ রমজানের রোজা

চিনের কমিউনিস্ট সরকার রমজানে মুসলিমদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করল।

রোজা নিষিদ্ধ করল চিনের কমিউনিস্ট সরকার। ছবি : এএফপি।

রোজা নিষিদ্ধ করল চিনের কমিউনিস্ট সরকার। ছবি : এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৭:৩৫
Share: Save:

গোটা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করছেন। কিন্তু চিনের কমিউনিস্ট সরকার রমজানে মুসলিমদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করল।

চিনের কমিউনিস্ট সরকার উপোস বা অন্যান্য ধর্মীয় রীতি নীতির প্রতি বিশেষ টান-কে চরম পন্থার প্রতীক হিসেবে দেখে। চিনা কমিউনিস্ট কর্তৃপক্ষ মনে করে, সংগঠিত ধর্মীয় আচরণ পার্টির পক্ষে আশঙ্কার। তাই গণ নজরদারি ও আটক ব্যবস্থাকে আরও তীব্র করেছে চিন সরকার।

মুসলিম অধ্যুষিত চিনের জিনজিয়াং প্রদেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। চিন সরকার মুসলিম পরিবারগুলিতে সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থাও করেছে, যাতে মুসলিম ধর্মাচরণে লাগাম লাগানো যায়। এমনই পর্যবেক্ষণ মানবাধিকার কর্মীদের।

রমজান মাসে সূর্যাস্ত পর্যন্ত উপোস করেন মুসলিমরা। সেই সঙ্গে, রমজানের সময়ে তাঁরা ধুমপান, মদ্যপান করেন না।

চরম ধর্মীয় আচরণ রোধ করতে চিনের সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ।

আরও পড়ুন : চিনে বাড়ছে কীটপতঙ্গ পোষার সখ, উদ্ধার একহাজার বিদেশি পিঁপড়ে

আরও পড়ুন : শিশু পর্নগ্রাফির সঙ্গে যুক্ত থাকায় জেল প্রাক্তন ইউটিউব স্টারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE