এ ভাবেই বারতীয় সেনাকে নাচ শেখাচ্ছেন চিনা সেনা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
ডোকলামে টানা ৭৩ দিন মুখোমুখি সংঘাতের জেরে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনাময় পরিস্থিতির তৈরি হয়েছিল। এ বছর ডিসেম্বর মাসে ভারত এবং চিনের সেনার মধ্যে যৌথ মহড়া শুরুর পর থেকে সেই উত্তেজনাময় পরিস্থিতির কিছুটা হলেও অবসান ঘটেছে। ভারত ও চিন সেনার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রমাণ দেখা গেল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিয়োতে।
শুক্রবার ইন্টারনেটে প্রকাশিত সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক চিনা সেনা ‘তাই চি’ নাচের ভঙ্গিমা শেখাচ্ছে এক ভারতীয় সেনাকে।
তাই চি চিনের বহুপ্রাচীন একটি রীতি। শরীরের নমনীয়তা ও দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় রক্ষার্থে চিনের মানুষ এটি করে থাকেন। দেহকে সচল রাখতে সব বয়সের মানুষের ক্ষেত্রেই এই অভ্যাস খুব উপযোগী বলে প্রমানিত হয়েছে।
Here is a Chinese soldier teaching tai-chi to an Indian soldier
— Harsh Goenka (@hvgoenka) December 28, 2018
pic.twitter.com/aHdbO3ZI9M
আরও পড়ুন: তেষ্টায় গলা শুকিয়ে কাঠ ৫ বছরের মেয়ের, রোদে দাঁড় করিয়ে মারা হল আইএস শিবিরে
এর আগে ডিসেম্বর মাসের শুরুর দিকে একটি ভিডিয়ো সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল চিনা সেনাদের ভাঙড়া নাচ শেখাচ্ছে ভারতীয় সেনারা। এরপর সামনে এল ভারত ও চিনা সেনার মধ্যে হাল্কা মেজাজের দৃশ্য।
ডোকলাম সংঘাতের পরে দু’দেশের কূটনীতিতে স্থিতাবস্থা আনতে একাধিকবার কথা বলেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। পাশাপাশি দু’দেশের সেনাদের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ আচরণ যুদ্ধবিরোধী মানুষের মনে স্বস্তির বাতাবরণ এনেছে।
আরও পড়ুন: বাড়ির নীচে বিষধর সাপের বাসা! ভাইরাল ভয়ঙ্কর সেই ভিডিয়ো
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy