Advertisement
E-Paper

এমবাপের ৪০০ গোল, বিশ্বকাপ ফুটবলের টিকিট পেয়ে গেল ফ্রান্স

২৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪৭১টি ম্যাচ খেলে করেছিলেন ২১৩টি গোল। লিয়োনেল মেসি ৪৬১টি ম্যাচে করেন ৩৪৮টি গোল। তাঁদের ছাপিয়ে গেলেন কিলিয়ন এমপাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৩:০৬
picture of Kylian Mbappe

গোলের উচ্ছ্বাস কিলিয়ান এমবাপের। ছবি: রয়টার্স।

পেশাদার ফুটবলে ৪০০ গোল করে ফেললেন কিলিয়ন এমবাপে। তাঁর কীর্তির দিনেই ২০২৭ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এত কম বয়সে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসিও।

এমবাপের বয়স এখন ২৬। এই বয়সে পেশাদার ফুটবলে রোনাল্ডো ৪৭১টি ম্যাচ খেলে করেছিলেন ২১৩টি গোল। মেসি ৪৬১টি ম্যাচে করেন ৩৪৮টি গোল। তাঁদের ছাপিয়ে গেলেন এমবাপে। বৃহস্পতিবার তাঁর ৪০০তম গোল এল ৫৩৭তম ম্যাচে। এ দিনই ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল ফ্রান্স। জোড়া গোল করলেন এমবাপে। ম্যাচের ৫৫ এবং ৮৩ মিনিটে গোল করেন তিনি। ফ্রান্সের হয়ে ৫৫টি গোল হয়ে গেল তাঁর। গত বারের রানার্সদের পক্ষে বাকি দু’টি গোল মাইকেল ওলিসে এবং হুগো একিতেকের।

চলতি মরসুমে ক্লাব এবং দেশের জার্সি গায়ে ২০ ম্যাচে ২৩ গোল করে ফেললেন এমবাপে। ইউরোপীয় অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘ডি’-তে রয়েছে ফ্রান্স। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগামী বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল দু’বারের চ্যাম্পিয়নেরা। সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।

ইউক্রেনের বিরুদ্ধে গোটা ম্যাচেই দাপট ছিল দিদিয়ের দেঁশর দলের। তবু প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমপাবে। ৭৬ মিনিটে ফ্রান্সের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ওলিসে। ৮৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং পেশাদার ফুটবলজীবনের ৪০০তম গোল করে ফ্রান্সের জয় এক রকম নিশ্চিত করে দেন এমবাপে। তবু আগ্রাসী ফুটবল থেকে সরে যাননি তাঁরা। ৮৮ মিনিটে ফরাসিদের হয়ে চতুর্থ গোল একিতেকের।

ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘‘৪০০ গোল করে মানুষকে প্রভাবিত করা যায় না। মানুষকে চমকে দিতে আরও ৪০০ গোল করতে হবে। রোনাল্ডো ১০০০ গোল করেছে! অসম্ভব। তবু চেষ্টা করতে হবে ওই জায়গায় পৌঁছোনোর। পেশাদার ফুটবলার হিসাবে চেষ্টা তো করতেই হবে।’’ বৃহস্পতিবার খেলা শুরুর আগে ২০১৫ সালে প্যারিস হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে দু’দল। জয়ের পরও কোনও উচ্ছ্বাস দেখাননি ফ্রান্সের ফুটবলারেরা।

Qualification france Kylian Mbappe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy