দিনের বেশিটা সময়ই নিজের স্মার্টফোনে ভিডিও গেম খেলে কাটাতেন বছর একুশের তরুণী। নানা রকম অনলাইন গেমে আসক্তি ছিল তাঁর। এই গেম খেলতে গিয়েই এক দিন দেখলেন ডান চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, আংশিক ভাবে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ওই তরুণী।
আরও পড়ুন:
জিন্স, স্কার্ফ, একটা ছবি: ট্রোলড হলেন মালালা
লাদেন-অভিযানের মতোই জোশুয়া দম্পতি উদ্ধারে ছক কষেছিল আমেরিকা
ঘটনাটি চিনের। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণীর ডান চোখের রেটিনা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত। ‘রেটিনাল আর্টারি অক্লুসন’ রোগে আক্রান্ত তিনি। এই রোগ সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। কমবয়সীদের মধ্যে এই রোগ নিতান্তই বিরল। চিকিৎসকদের কথায়, মোবাইল স্ক্রিনে এক টানা অনেক ক্ষণ তাকিয়ে থাকার ফলেই এই রোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। অফিসে কাজের পর এবং ছুটির সময় সারা দিনই গেম খেলতেন। মোবাইলে তাঁর প্রিয় খেলা ছিল ‘অনার অব কিংস।’ এই খেলাটি চিনে খুব জনপ্রিয় অনলাইন গেম।
ওই তরুণীর কথায়, ‘‘ছুটির দিনে সকাল ৬টায় ঘুম থেকে উঠে প্রাতরাশ করে বিকেল ৪টে অবধি গেম খেলতাম। তার পর আবার কিছু খেয়ে একটু ঘুমিয়ে রাত ১টা অবধি খেলেই যেতাম।’’ এরই সঙ্গে তিনি যোগ করেন, কোনও কোনও দিন গেম খেলার জন্য এতটাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন যে খাবার খেতেও ভুলে যেতেন। বাবা-মায়ের কথাও শুনতেন না তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে তরুণী জানিয়েছেন, এই বদভ্যাসের জন্য তিনি অনুতপ্ত।
তরুণীর দৃষ্টি ফেরানোর জন্য চেষ্টা করছেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, যে কোনও অনলাইন গেম খেলার সময় প্রতি আধ ঘণ্টা অন্তর বিরতি নেওয়া প্রয়োজন। দীর্ঘ দিন একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে গেম খেলে যাওয়ার ফলে ষে কোনও ব্যক্তি তাঁর দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারেন।