Advertisement
২৪ এপ্রিল ২০২৪
China

১১ বছর ধরে সাঁতার কেটে অফিস যাচ্ছেন ইনি

সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকন হয়ে উঠেছেন ঝু।

সাঁতার কেটে অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঝু বিয়ু। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সাঁতার কেটে অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঝু বিয়ু। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৩:৪২
Share: Save:

ঝু বিয়ু। ৫৩ বছরের এই ব্যক্তি কাজ করেন চিনের হুবেই এলাকার একটি অফিসে। বাড়ি থেকে অফিস যেতে ঝু-এর সময় লাগে এক ঘণ্টারও বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিস যেতে সময় নষ্ট হয় আরও বেশি। তাই সময় বাঁচাতে গত এক দশক ধরে তিনি সাঁতার কেটে অফিস যাচ্ছেন। সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকন হয়ে উঠেছেন ঝু।

বাড়ি থেকে সড়কপথে অফিস যেতে ঝুয়ের সময় লাগে ঘণ্টাখানেক। কিন্তু সাঁতার কেটে আধ ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছে যাচ্ছেন ঝু। এ জন্য ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাঁকে। কমলা রঙের দু’টি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি। গত ১১ বছর ধরে এ ভাবেই অফিস যান তিনি।

রোজ সাঁতার কেটে অফিস যাওয়ার জন্য তাঁর ডায়াবিটিসের সমস্যা যেমন নিয়ন্ত্রণে আছে, তেমনই ওজন কমিয়ে বেশ ঝরঝরে হয়েছে তাঁর শরীর। বিয়ুর এই ভাবে অফিস যাওয়াকে বাহবা জানিয়েছে স্থানীয় প্রশাসনও। ঝু-এর এ ভাবে অফিস যাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি বেশ কয়েকজন সাঁতারু ঝুয়ের অফিস যাওয়ার সঙ্গীও হয়েছেন।

ইয়াংঝে নদীতে সাঁতার কাটছেন ঝু বিয়ু। ছবি টুইটারের সৌজন্যে।

আরও পড়ুন: তিনতলার জানলা থেকে ঝুলন্ত মহিলাকে উদ্ধার, রুদ্ধশ্বাস ভিডিয়ো ভাইরাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swimming China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE