দীর্ঘদিন অফিসে মন দিয়ে কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষতো বেজায় খুশি। ঠিক করা হল দিতে হবে পরিশ্রমের স্বীকৃতি, দিতে হবে পুরস্কার। আর তখনই সার্ভিস বুক ঘাঁটতে গিয়ে, হঠাত্ করেই ঝুলি থেকে বেরিয়ে এল মোটাসোটা মস্ত একটা বেড়াল!যাকে নিয়ে এত্ত হইচই তিনিতো ছ’বছরের উপর অফিসেই আসেননি! তিনি যে অফিসে আসেন না, সেটা এত দিন কারও চোখেই পরেনি। উল্টে প্রতি মাসে তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে মাইনে বাবদ মোটা টাকা, থুড়ি ইউরো।
স্পেনের সরকারি কর্মচারী ৬৯ বছরের জ্যাকলিন গার্সিয়া। কাডিজের একটি সরকারি ওয়াটার কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। স্থানীয় প্রশাসন তাঁকে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সুপারভাইজারের কাজে নিযুক্ত করে ছিল। অভিযোগ, সুপারভাইজ করাতো দূরের কথা, গার্সিয়া নাকি ছ’বছরের বেশি সময় প্লান্টের ধারে কাছেই আসেননি!
এই অদ্ভুত অনুপস্থিতি আবিষ্কার হওয়ার জেরে, প্রাইজতো দূর, আপাতত গার্সিয়াকে দিতে হচ্ছে ২১ হাজার ইউরো ফাইন। নিতে হচ্ছে ‘স্বেচ্ছা’ অবসর।
গার্সিয়ার অবশ্য দাবি, তিনি, নাকি নিয়ম করেই অফিস করেছেন। পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, এ সব তাঁর হিংসুটে সহকর্মীদের চক্রান্ত। রাজনৈতিক মত না মেলায়, তাঁরাই নাকি গার্সিয়ার সার্ভিস বুকে কারচুপি করেছেন।
কিন্তু গার্সিয়ার টানা এত দিনের অনুপস্থিতি সবার চোখ এড়িয়ে গেল কী করে? কর্তৃপক্ষ অবশ্য একটা সাফাই দিয়েছে। তাদের দাবি, ওয়াটার কোম্পানির লোকজন ভেবেছে গার্সিয়া বোধহয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের দেখভালে ব্যস্থ, অন্যদিকে, ট্রিটমেন্ট প্লান্টের লোকেরা ভাবতেন তিনি ওয়াটার কোম্পানির কাজই করে যাচ্ছেন।
আরও পড়ুন- অতিথিকে দেখে উচ্ছ্বসিত শিম্পাঞ্জি