Advertisement
E-Paper

পুলিশ-মৌলবাদী সংঘর্ষে আজও জ্বলছে পাকিস্তান

রবিবারও গাড়ি ও মোটরবাইক জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসলামাবাদে গত দু’দিনের জনতা-পুলিশ সংঘর্ষে দুই নিরাপত্তাকর্মী সহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৬:৫৯
পাকিস্তান পুলিশের সঙ্গে সংঘর্ষ অবরোধকারীদের। রবিবার, ইসলামাবাদে।

পাকিস্তান পুলিশের সঙ্গে সংঘর্ষ অবরোধকারীদের। রবিবার, ইসলামাবাদে।

এখনও বিক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। ইসলামাবাদের রাস্তায় রাস্তায় অবরোধকারীদের সঙ্গে তুমুল লড়াই চলছে পাকিস্তান পুলিশের।

রবিবারও গাড়ি ও মোটরবাইক জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসলামাবাদে গত দু’দিনের জনতা-পুলিশ সংঘর্ষে দুই নিরাপত্তাকর্মী সহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ১২৫। যার মধ্যে ৮০ জন নিরাপত্তাকর্মী রয়েছেন বলে পাকিস্তান পুলিশের দাবি। ইসলামাবাদের রাস্তায় এ দিনও পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট, পাথর ছোড়েন। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশও। অবরোধ ওঠাতে চালানো হয় জলকামানও।

ইসলামের অবমাননা করেছেন, এই অভিযোগে কট্টরপন্থীদের রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাবাইকের কর্মী, সমর্থকরা গত দু’সপ্তাহ ধরে অবরোধ চালিয়ে যাচ্ছেন ইসলামাবাদে। গতকাল থেকে তা ছড়িয়ে পড়েছে করাচি, রাওয়ালপিন্ডি, পেশওয়ারের মতো শহরগুলিতেও।

আরও পড়ুন- কী ভাবে জেলে রাখা হবে মাল্যকে, ভারত জানাচ্ছে ব্রিটেনকে​

আরও পড়ুন- সবচেয়ে ভয়ঙ্কর ডুবোজাহাজ বানাল রাশিয়া​

অবরোধ ওঠাতে রাওয়ালপিন্ডি শহরটিকেও এ দিন ঘিরে ফেলেছেন পুলিশকর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা। তবে ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি বা পেশওয়ার, কোনও শহরেই এখনও পর্যন্ত অবরোধকারীদের মোকাবিলায় সেনাবাহিনী নামেনি।

Tehreek-e-Labaik Pakistan India Pakistan Police তেহরিক-ই-লাবাইক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy