করোনা ভাইরাসের জেরে বাকিংহাম প্যালেস ছাড়তে হল রানি দ্বিতীয় এলিজ়াবেথ ও প্রিন্স ফিলিপকে। আলাদা করে রাখার জন্য উইনসর ক্যাসলে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। করোনার প্রভাবে ব্রিটেনে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২১। সংক্রমিত হয়েছেন ১১৪০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে ৭০ বছরের বেশি বয়সিদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বয়স্কদের পুরোদস্তুর আইসোলেশনে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বয়স্কদের আগামী চার মাস পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করতে পারে সরকার। বর্তমান প্রজন্মের কাছে করোনা ভাইরাস সবচেয়ে বড় জনস্বাস্থ্য বিপর্যয় বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী সপ্তাহে সরকার ‘এমার্জেন্সি বিল’ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হ্যানকক।
পাশাপাশি তিনি জানিয়েছেন, জরুরি অবস্থার কথা মাথায় রেখে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) দফতরকে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। স্বাস্থ্য বিষয়ক দ্রব্য প্রস্তুত করে না, এমন সংস্থাগুলিকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছে প্রশাসন।