স্বেচ্ছামৃত্যু ছাড়া আর কী-ই বা বলা যায়!
তিনি চেয়েছিলেন কোভিডে সংক্রমিত হতে। হয়েওছিলেন। শেষ পর্যন্ত সেই সংক্রমণই প্রাণ কাড়ল তাঁর। চেক প্রজাতন্ত্রের লোকসঙ্গীত শিল্পী হানা হোরকা সম্পর্কে সংবাদমাধ্যমে এই তথ্য জানিয়েছেন তাঁর ছেলে জ্যান রেক।
মৃত্যুর কিছু দিন আগেই নেটমাধ্যমে ৫৭ বছর বয়সি হানা লেখেন, তিনি কোভিড পজিটিভ হয়েছেন এবং সেরে ওঠার পথে। কিন্তু তার দু’দিন পরেই মারা যান।