সহকর্মীর প্রতি অনুরাগ ছিল তাঁর। চেয়েছিলেন প্রেমের সম্পর্ক। কিন্তু, বহু আবেদন নিবেদনেও কাজ হয়নি। ব্যর্থ প্রেমের প্রতিশোদ শেষে সেই সহকর্মীর প্রেমিককে খুন করে পুলিশের হাতে ধরা পড়লেন কেভিন প্রসাদ নামের এক ব্যক্তি।
পুলিশের সন্দেহ, ‘পথের কাঁটা’ সরাতেই মহিলার প্রেমিককে খুন করেছেন ওই যুবক। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে ওই মহিলার সঙ্গে কাজ করতেন কেভিন। অভিযোগ পেয়েই কেভিন ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ এপ্রিল একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা এবং তাঁর প্রেমিক বছর একত্রিশের মার্ক ম্যানগাকাট। সান মাতেও কাউন্টি এলাকায় তাঁদের বাড়িতে গাড়ি ঢোকামাত্র হুডার পরা এক ব্যক্তি মার্কের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পর পর ছ’টি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মার্কের দেহ। তবে ওই মহিলা প্রাণে বেঁচে যান। ঘটনার তদন্তে নামে পুলিশ। একের পর এক ব্যক্তির বয়ান রেকর্ড করা শুরু হয়। মার্কের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না বলে জানিয়েছেন কাউন্টি পুলিশের আইনজীবী স্টিভ ওয়াগস্টাফ। সে সময় কেভিনের উপর সন্দেহ হয়নি পুলিশের।