বন্ধুবান্ধবদের কাছে যেন সুখী দাম্পতির আদর্শ উদাহরণ ছিলেন তাঁরা। কখনও তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে, এমনটাও শোনা যায়নি। ভারতীয় বংশোদ্ভূত সেই মার্কিন দম্পতির দেহ উদ্ধার হল আমেরিকার টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করার আগে নিজের স্ত্রীকে খুন করেছেন শ্রীনিবাস নাকিরেকান্তি। এ কথা জানার পর একেবার হতবাক ওই দম্পতির বন্ধুবান্ধবেরা।
পুলিশ জানিয়েছে, টেক্সাসের সুগার ল্যান্ড এলাকায় একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন ৫১ বছরের শ্রীনিবাস। হিউস্টনের একটি সংস্থার ডিরেক্টর শ্রীনিবাসের স্ত্রী শান্তি কম্পিউটার প্রোগ্রামার হিসাবে কাজ করতেন। টেক্সাসের সুগার ল্যান্ড এলাকার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ তাদের কাছে একটি ফোনকল আসে। এর পর ঘটনাস্থলে ছুটে যান তারা।
সুগার ল্যান্ডে শ্রীনিবাস দম্পতির অ্যাপার্টমেন্টে পৌঁছে পুলিশ দেখে, ড্রাইভওয়েতে পড়ে রয়েছে বছর ছেচল্লিশের শান্তির নিথর দেহ। ওই অ্যাপার্টমেন্টের বেডরুম থেকে শ্রীনিবাসের দেহ উদ্ধার হয়। তাঁর বুকে গুলির ক্ষত ছিল। পাশেই পড়েছিল একটি হ্যান্ডগান।
আরও পডুন: দুবাইগামী বাংলাদেশি বিমান ছিনতাই, চট্টগ্রাম বিমানবন্দরে উত্তেজনা, পণবন্দি দুই কর্মী
শ্রীনিবাস দম্পতির ১৬ বছরের মেয়েটি তখন পাশের ঘরে ছিল। তবে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বন্ধুরা জানিয়েছেন, ওই দম্পতির ২১ বছরের ছেলে পড়াশোনা করেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে ছিলেন না তিনি।
পুলিশের কাছে শ্রীনিবাস দম্পতির বন্ধুবান্ধবেরা জানিয়েছেন, ঘটনার দিন শ্রীনিবাসের কাছ থেকে একটি করে ইমেল পেয়েছেন তাঁরা। তবে তদন্তের স্বার্থে সেই ইমেল-এর বিবরণ সংবাদমাধ্যের কাছে প্রকাশ করায় বন্ধুবান্ধবদের নিষেধ করেছে পুলিশ। ঘটনায় অন্য কোনও ব্যক্তি জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পডুন: ‘পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে ভারত ২০টা ফেলে ধ্বংস করবে’: পারভেজ মুশারফ
গোটা ঘটনায় একেবারে স্তভিত শ্রীবাস দম্পতির বন্ধুরা। ওই পরিবারের দীর্ঘ দিনের এক বন্ধুর কথায়, “শ্রীনিবাস নাকিরেকান্তি ছিলেন আমাদের প্রিয় বন্ধুদের এক জন। এই কমিউনিটির অনেকের কাছেই পরিচিত ছিলেন তাঁর স্ত্রী। বেশ কয়েকটি দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তাঁরা। গোটা ঘটনা শোনার পর আমরা একেবারে অবাক হয়ে গিয়েছি। জানি না, ওই অ্যাপার্টমেন্টের ভিতরে ঠিক কী ঘটেছে।”
শ্রীনিবাস দম্পতির ওই অ্যাপার্টমেন্টের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা এখনও জানে না তদন্তকারীরাও। সে উত্তরের খোঁজই করছে পুলিশ।
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)