দুর্ভিক্ষে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে গাজ়া ভূখণ্ডে। গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’টি শিশু। এই নিয়ে গাজ়ায় ১২১টি শিশু-সহ মোট ৩১৭ জনের মৃত্যু হল অনাহারে।
স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এই সংখ্যা দ্রুত বাড়বে। অল্পবয়সি যুবকদের চেহারাও কঙ্কালসার হয়ে উঠছে। রোগীদের খেতে দেওয়ার জন্য হাসপাতালগুলির কাছে কিছু নেই। এক-এক জনের শরীর এত দুর্বল, যে হাঁটাচলা করার অবস্থা নেই। কাল আমেরিকা বাদে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তাপরিষদের বাকি সদস্যেরা জানিয়েছে, গাজ়ার দুর্ভিক্ষ ‘মানুষের তৈরি বিপর্যয়’। মানুষকে না-খেতে-দিয়ে মারার এই পন্থাকে যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার করছে ইজ়রায়েল।
কাল সারা রাত ধরে ইজ়রায়েলি হামলায় গাজ়ার বুরেজি শিবিরে ১১ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন বলে খবর মিলেছে। এদের নিয়ে আজ ভোর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন গাজ়ায়। এর মধ্যে ১৯ জন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত কর্মী।
ওয়েস্ট ব্যাঙ্কেও ইজ়রায়েলি সেনার আগ্রাসন চলছে। ১২ জন প্যালেস্টাইনিকে গ্রেফতার করা হয়েছে। কেউ সাংবাদিক, কেউ সমাজকর্মী, কেউ আবার সদ্য জেল থেকে মুক্তি পাওয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)