গাজ়া ভূখণ্ডের সম্পূর্ণ দখল নেওয়ার জন্য ভয়াবহ হামলা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। বোমাবর্ষণে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে একের পর এক বহুতল। আজও সেই হামলা অব্যাহত রেখেছে তারা। আজকের হামলায় গাজ়া সিটিতে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে ২৫ জন গাজ়া সিটির বাসিন্দা ও ছ’জন ত্রাণপ্রার্থী রয়েছেন। দক্ষিণ গাজ়া ভূখণ্ডের খান ইউনিসের আল-মাওয়াসিতেও বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু।
এরই মধ্যে ইজ়রায়েলকে চাপ দিতে গত কাল দুই ইজ়রায়েলি বন্দির ভিডিয়ো প্রকাশ করেছে হামাস। ভিডিয়োতে গাই গিবোলা-দালাল এবং আলোন ওহেল নামে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। সাড়ে তিন মিনিটের ওই ভিডিয়োতে গিবোলা-দালালকে বিধ্বস্ত অবস্থায় তাঁদের দেশের সেনার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, যেই গাজ়া সিটিতে হামলা চালানো হচ্ছে, সেখানেরই কোনও এক জায়গায় তাঁর সঙ্গে আরও কয়েক জনকে বন্দি করে রাখা হয়েছে। হামাসের দাবি, এখনও তাদের হাতে ৪৮ জন ইজ়রায়েলি পণবন্দি রয়েছেন। যদিও ইজ়রায়েল প্রশাসন নিশ্চিত যে, তাঁদের মধ্যে আর ২০ জনই বেঁচে রয়েছেন।
গত কাল গাজ়া-ইজ়রায়েল সংঘর্ষের ৭০০তম দিন পূর্ণ হয়েছে। গাজ়ার ‘সেভ দ্য চিলড্রেন’ নামে এক সমাজসেবী সংস্থা একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজ়ায় অন্তত ১৯ হাজার ৪২৪টি শিশু মারা গিয়েছে। অর্থাৎ, এক ঘণ্টায় গড়ে কমপক্ষে একটি শিশু প্রাণ হারাচ্ছে এখানে। নিহত শিশুদের মধ্যে নবজাতক এবংএক বছরের কম বয়সিদের সংখ্যা প্রায় এক হাজার।
ইজ়রায়েলি সেনার এক মুখপাত্র শুক্রবার এক্স-এ লিখেছেন, ‘গাজ়া সিটির বাসিন্দাদের এখনই ওই স্থান ছেড়ে দক্ষিণে চলে যাওয়া উচিত।’ তাঁদের দাবি, সেখানে প্যালেস্টাইনিরা খাবার, চিকিৎসা এবং আশ্রয় পাবেন। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গাজ়া সিটিতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২৩৮৫ জনের প্রাণ গিয়েছে। আহতের সংখ্যা ১৭ হাজারেরও বেশি।
গাজ়ার মানবিক সঙ্কট নিয়ে বিশ্ব জুড়ে ৪০০০-এরও বেশি বিজ্ঞানী রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন। তাঁদের দাবি, গাজ়ায় কৃত্রিম ভাবে সৃষ্ট খাদ্যাভাব ‘অসহনীয়’ হয়ে উঠেছে। ওই চিঠিতে ১৪ জন নোবেলজয়ী, পাঁচ জন ফিল্ডস পদকজয়ী, ২০ জন ব্রেকথ্রু পুরস্কারজয়ী, ৩৪ জন ডিরাক পুরস্কারজয়ী এবং চার জন উল্ফ পুরস্কারজয়ীর সই রয়েছে। নোবেলজয়ীদের মধ্যে রয়েছেন গণিতবিদ রজার পেনরোজ, পদার্থবিদ জেরার্ড’টি হুফ্ট, ডেভিড পুলিৎজ়ার, তাকাকি কাজিতা এবং জর্জিও প্যারিসি প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)