রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যতই গাজ়ায় গণহত্যার অভিযোগ অস্বীকার করুন না কেন, বিশ্ব জুড়ে ইজ়রায়েল বিরোধিতার সুর চড়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলির ফুটবল সংগঠনের অন্যতম সদস্য তুরস্ক ইজ়রায়েলকে সমস্ত ফুটবল প্রতিযোগিতা থেকে বয়কট করার কথা ঘোষণা করেছে। ২০২৬ সালের বিশ্বকাপ এবং ইউরোপীয় ফুটবল লীগ ইউইএফএ থেকেও বয়কট করার ডাক দিয়েছে তুরস্ক।
গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দিতে যখন মঞ্চের দিকে এগোতে শুরু করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দলে দলে আসন ছেড়ে সভা থেকে বেরিয়ে যেতে শুরু করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। সার সার খালি চেয়ারের সেই ছবি আর সভাঘর ছাড়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে নেতানিয়াহু ‘লজ্জাজনক’ বলে ব্যাখ্যা করেছেন।
অন্য দিকে, গাজ়ার জন্য ২১ দফার পুর্নবাসন পরিকল্পনার প্রস্তাব দিয়েছে আমেরিকা। সেখানে আগের অবস্থান থেকে খানিক সরে এসে গাজ়াবাসীদের নিজেদের ভূখণ্ডে থাকার জন্য উৎসাহিত করার কথা বলা হয়েছে। তবে তার আগে ইজ়রায়েলি পণবন্দিদের দ্রুত মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণের শর্ত মানার কথাও বলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)