মার্কিন প্রশাসনের হাতে দশ দিন বন্দি ছিলেন তিনি। ইরানের এক সংবাদ চ্যানেলের সঞ্চালিকা সেই মারজ়িয়ে হাশেমির কাঁধে এ বার খোদ মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব পড়ল। পম্পেয়োর কাছে অন্তত এমন প্রস্তাবই পাঠিয়েছে ইরান সরকার।
গত বৃহস্পতিবার পম্পেয়ো একটি সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছিলেন, তিনি ইরানে আসতে চান। শুধু তা-ই নয়, এখানকার টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ইরানের মানুষকে জানাতে চান, কেন আমেরিকা ইরানের উপরে এমন কড়া নিষেধাজ্ঞা জারি করেছে।
পম্পেয়োর সেই প্রস্তাবে আজ সাড়া দিয়েছে ইরান সরকার। সরকারি মুখপাত্র আলি রাবিয়েই ইরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পম্পেয়োকে তাঁদের দেশে স্বাগত। আলি আরও জানিয়েছেন সাক্ষাৎকারের জন্য হাশেমিকে বেছেছেন তাঁরা। পম্পেয়ো যা ব্যাখ্যা দেওয়ার তাঁকেই যেন দেন।