Advertisement
০২ মে ২০২৪

নাকের ভেতর গজিয়ে উঠেছে দাঁত! হতবাক চিকিৎসকরা

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, ৫৭ বছরের শিয়ার নাকের ডানদিকের গহ্বরে গোলাকৃতি কিছু একটা আটকে রয়েছে। প্রথমে সেটিকে দেখে পাথর বা ধাতব কিছু মনে হলেও অস্ত্রোপচারের সময় চোখ কপালে ওঠে চিকিৎসকদের।

নাকে দাঁত দেখে অবাক চিকিত্সকেরাও।

নাকে দাঁত দেখে অবাক চিকিত্সকেরাও।

সংবাদ সংস্থা
হুনান(চিন) শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১২:৪৭
Share: Save:

দীর্ঘদিন ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন শিয়া। প্রথম যখন নাকে যন্ত্রণা হতে শুরু করেছিল, তখন বিশেষ গুরুত্ব দেননি তিনি। ভেবেছিলেন, নাকের ভেতর কোনও সংক্রমণের কারণে হয়তো যন্ত্রণা হচ্ছে। তাই প্রথমটায় চিকিৎসকের কাছেও যাননি। যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে লাগল। মাঝে মধ্যে রক্তও বেরতে লাগল নাক থেকে। শেষমেশ এই যন্ত্রণা যখন অসহ্য হয়ে উঠল, ব্যাথার চোটে রাতের ঘুম পর্যন্ত উড়ে গেল, তখন বাধ্য হয়েই চিকিৎসকের শরণাপন্ন হন শিয়া। পরীক্ষা করে চিকিৎসকেরা যা দেখলেন, তা দেখে তাঁরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। তাঁরা দেখেন, শিয়ার নাকের ভিতরেই গজিয়ে উঠেছে আস্ত একটা দাঁত!

আরও পড়ুন: ব্যান্ডপার্টি ভাড়া করে ঘোড়ায় চড়ে ফোন কিনতে গেলেন ইনি!

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, ৫৭ বছরের শিয়ার নাকের ডানদিকের গহ্বরে গোলাকৃতি কিছু একটা আটকে রয়েছে। প্রথমে সেটিকে দেখে পাথর বা ধাতব কিছু মনে হলেও অস্ত্রোপচারের সময় চোখ কপালে ওঠে চিকিৎসকদের। তাঁরা বুঝতে পারেন, কোনও ধাতব পদার্থ বা পাথর নয়, শিয়ার নাকের ডানদিকে গহ্বরে গজিয়ে উঠেছে আস্ত একটি দাঁত! অস্ত্রোপচার করে দাঁতটিকে বের করেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন শিয়া। তবে এই ঘটনায় রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supernumerary Teeth China Hunan Offbeat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE