আদালতের নির্দেশে সিএনএনের সংবাদিক জিম অ্যাকোস্টার ‘প্রেস ব্যাজ’ ফেরাতে হচ্ছে ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ফের ‘বেয়াদপি’ করলে জিমকে সাংবাদিক বৈঠক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের কোপে পড়েন জিম। অভিযোগ, বার বার জিম প্রশ্ন করায় খেপে ওঠেন প্রেসি়ডেন্ট। ট্রাম্পের যুক্তি, ‘‘সে দিন ঘরে প্রচুর সাংবাদিক ছিলেন। তার মধ্যে ওই ব্যক্তি বার বার চিৎকার করে নানা প্রশ্ন ও মন্তব্য করছিলেন। বাকিরা প্রশ্ন করতে পারছিলেন না।’’
এর পরেই হোয়াইট হাউসে খবর সংগ্রহের জন্য জিমের অনুমতিপত্র অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়। এর বিরুদ্ধে কোর্টে যায় চ্যানেল।কাল আদালত জানায়, ওই সাংবাদিকের
‘প্রেস ব্যাজ’ ফেরাতে হবে। কারণ, তা কেড়ে নেওয়ার জন্য আইনমাফিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যার জবাবে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘‘ওই সাংবাদিক যদি এর পরে কখনও অসভ্যতা করেন, তাঁকে হয় সাংবাদিক বৈঠক থেকে তাড়িয়ে দেওয়া হবে অথবা বৈঠকই বন্ধ করে দেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy