Advertisement
E-Paper

ট্রাম্পের অসৌজন্যের পাল্টা জবাব, বক্তৃতার কপি ছিঁড়ে ফেললেন পেলোসি

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৯
বাঁ দিকে, করমর্দন না করেই চলে যাচ্ছেন ট্রাম্প। ডান দিকে, কাগজ ছিঁড়ছেন ন্যান্সি। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

বাঁ দিকে, করমর্দন না করেই চলে যাচ্ছেন ট্রাম্প। ডান দিকে, কাগজ ছিঁড়ছেন ন্যান্সি। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

অসৌজন্যের কারণে ফের এক বার খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তথা ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসির সঙ্গে অনভিপ্রেত আচরণ করে বসলেন তিনি। পাল্টা অসৌজন্য ফিরিয়ে দিয়েছেন ন্যান্সিও। তা নিয়েই এখন সরগরম মার্কিন রাজনীতি।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিয়ম মেনে বক্তৃতার একটি লিখিত কপি স্পিকারের হাতে তুলে দেন ট্রাম্প। সেইসময় তাঁকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ান ন্যান্সি। করমর্দন করতে হাত বাড়িয়ে দেন।

কিন্তু তা দেখেও মুখ ঘুরিয়ে নেন ট্রাম্প। ন্যান্সির হাতে কাগজের গোছা ধরিয়েই তাঁর দিকে পিছন ফিরে দাঁড়ান। সংবাদমাধ্যমের সামনে প্রেসিডেন্টের এমন আচরণে অস্বস্তিতে পড়েন ন্যান্সি। যদিও তখনই তা নিয়ে মুখ খোলেননি তিনি। বরং টানা ৮০ মিনিট ধরে চুপ করে ট্রাম্পের বক্তৃতা শোনেন।

মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প।

আরও পড়ুন: দিল্লি নির্বাচনের মুখে রামমন্দির ট্রাস্ট গঠনের ঘোষণা মোদীর​

কিন্তু বক্তৃতা শেষে রিপাবলিকানরা যখন হাততালি দিতে ব্যস্ত, সেইসময় একে একে ট্রাম্পের দেওয়া কাগজের গোছা টেনে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে শুরু করেন তিনি। পরে সংবাদমাধ্যমে ন্যান্সি বলেন, ‘‘অন্য কিছুও করা যেত। তবে যথেষ্ট বিনয় দেখিয়েছি আমি।’’

কাগজ ছিঁড়ছেন ন্যান্সি।

আরও পড়ুন: বিরাট বদল সেনার কাঠামোয়, সংযুক্ত কম্যান্ড গড়ছে ভারতীয় বাহিনী​

ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার নেপথ্যে এই ন্যান্সি পেলোসি ছিলেন অন্যতম। তাতে যদিও ডেমোক্র্যাটরা বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। তবে ন্যান্সির উপর ট্রাম্প চটে রয়েছেন বলে দাবি মার্কিন রাজনীতিকদের।

Donald Trump US Nancy Pelosi House of Representatives
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy