Advertisement
E-Paper

হোয়াইট হাউসের অদূরে চলল এলোপাথাড়ি গুলি! জখম দুই ন্যাশনাল গার্ড, ‘এর মূল্য চোকাতে হবে’, হুঙ্কার ট্রাম্পের

ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গুলি লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকেও। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, ‘‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৩৯
ঘটনার পর তৎপরতা ওয়াশিংটনে।

ঘটনার পর তৎপরতা ওয়াশিংটনে। ছবি: রয়টার্স।

এলোপাথাড়ি গুলি চলল হোয়াইট হাউস থেকে মাত্র দুই ব্লক দূরে! ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন এলাকায় মোতায়েন দুই ন্যাশনাল গার্ড সদস্য। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো গর্জে উঠে জানিয়েছেন, অপরাধীকে রেয়াত করা হবে না।

ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গুলি লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকেও। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, ‘‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’’ এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল জানিয়েছেন, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত দুই ব্যক্তি ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসের কথায়, ওই দুই কর্মী ঠিক কেমন আছেন, তা এখনও জানা যাচ্ছে না। তবে তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র দু’টি ব্লক দূরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরে ন্যাশনাল গার্ড সদস্যদের দিকে এগিয়ে এসে আচমকা বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে দেন অজ্ঞাতপরিচয় এক যুবক। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর একটি প্রতিবেদন সূত্রে খবর, অভিযুক্ত যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

সমাজমাধ্যমে ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘যে পশু ন্যাশনাল গার্ড কর্মীদের গুলি করেছে, তাকে এর চড়া মূল্য দিতে হবে। ঈশ্বর ন্যাশনাল গার্ড-সহ আমাদের সব সামরিক ও আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীর মঙ্গল করুন। তাঁরা সত্যিই মহান মানুষ। আমি, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আপনাদের পাশে আছি।’’ ঘটনার পরেই আরও সক্রিয় হয়েছে ট্রাম্প প্রশাসন। ভোর থেকে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। অবিলম্বে ওয়াশিংটনে আরও ৫০০ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ট্রাম্প নিজে অতিরিক্ত সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। এই মূহূর্তে ওয়াশিংটনে বিভিন্ন বিভাগের টাস্ক ফোর্সের মোট ২,১৮৮ জন সেনা নিযুক্ত রয়েছেন। ট্রাম্প নিজে ওয়াশিংটনে নেই। থ্যাঙ্কসগিভিং উদ্‌যাপন করতে গিয়েছেন ফ্লরিডায়। তবে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্টকে ঘটনার কথা বিশদ জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে হোয়াইট হাউস।

US Shooting White House Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy