হামাস-ইজ়রায়েলের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা যখন কিছুটা ইতিবাচক দিকে যাচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল, তখনই হোয়াইট হাউসে বৈঠক করলেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা শেষে নেতানিয়াহু জানান, প্যালেস্টাইনের ভবিষ্যৎ ‘আরও উন্নত’ করে তুলতেই তাঁরা এই বৈঠক করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প-নেতানিয়াহুর উদ্দেশ্যই হচ্ছে গাজ়া ভূখণ্ড থেকে প্যালেস্টাইনিদের বার করে দেওয়া। এরই মধ্যে আবার নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জ়োহরান মামদানির ‘ইহুদি-বিদ্বেষী’ মন্তব্যের জন্য তাঁকে কটাক্ষ করলেন ট্রাম্প।
গাজ়ায় চলতে থাকা ইজ়রায়েলি হামলাকে সম্প্রতি কটাক্ষ করেছিলেন জ়োহরান। গত বছর একটি সাক্ষাৎকারে তিনি এ-ও বলেন যে, নিউ ইয়র্কে নেতানিয়াহুকে স্বাগত জানানো হবে না। কোনও ভাবে যদি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী সেখানে আসেনও, তা হলে আন্তর্জাতিক আইন আদালতের নিয়ম অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হবে। মামদানির এই মন্তব্যগুলির প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, “মামদানি কোনও সমাজতান্ত্রিক নন, উনি কমিউনিস্ট। এবং উনি ইহুদিদের ব্যাপারে এক সময়ে খুবই খারাপ মন্তব্য করেছেন।” ট্রাম্পের কথায়, “শুধু ইহুদি নয়, আরও অনেকের ব্যাপারেই তিনি (মামদানি) কুমন্তব্য করেছেন এর আগে। যদি নিজের আচরণ না সামলান, তা হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হবে তাঁকে।” গ্রেফতারির প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্যই করেননি নেতানিয়াহু। তিনি বলেন, “বিশ্বে এমনিতেই প্রচুর পাগলামি রয়েছে, মনে হয় কখনওই এ সব শেষ হবে না।”
প্রসঙ্গত, সোমবারের পরোক্ষ আলোচনাতে যুদ্ধবিরতি নিয়ে কোনও স্থায়ী সমাধান মেলেনি। মঙ্গলবার অবশ্য এই বৈঠকের মধ্যস্থতাকারী দেশ কাতারের এক মুখপাত্র, মাজিদ আল-আনসারি বলেন, বোঝাপড়ায় আসতে সময় লাগবে। তাই এখনই এ নিয়ে কিছু বলা সম্ভব নয়। যুদ্ধবিরতি প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “মানুষ যদি থাকতে চান তো থাকবেন। তা না চাইলে তাঁদের যেতেও দিতে হবে। নিজের ইচ্ছা মতো থাকা-যাওয়ার সিদ্ধান্ত নিতে পারা উচিত।”
তবে হামাস-ইজ়রায়েল যুদ্ধবিরতি নিয়ে যখন উৎসাহী আন্তর্জাতিক মহল, তখন যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় হামলা-পাল্টা হামলা অব্যাহত। এ দিন ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ার বেত হানুন এলাকায় একটি অভিযান চলাকালীন বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন পাঁচ ইজ়রায়েলি সেনা। আহত ১৪ জন সেনা। মঙ্গলবার ভোরে চলা ইজ়রায়েলি হামলায় অন্তত ৫৪ প্যালেস্টাইনি নিহত হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)