Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুর নরম ট্রাম্পের

দু’দিনের মধ্যে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ফ্লোরিডায় এক প্রচার সভায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে তোপ দেগেছিলেন এ বারের রিপাবলিকান পদপ্রার্থী। বিষয়টি নিয়ে তার পর থেকেই হইচই শুরু হয়েছে। সেই আঁচটা টের পেতে দু’দিন সময় নিলেন নিউ ইয়র্কের এই ধনকুবের।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০২:৩৯
Share: Save:

দু’দিনের মধ্যে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ফ্লোরিডায় এক প্রচার সভায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে তোপ দেগেছিলেন এ বারের রিপাবলিকান পদপ্রার্থী। বিষয়টি নিয়ে তার পর থেকেই হইচই শুরু হয়েছে। সেই আঁচটা টের পেতে দু’দিন সময় নিলেন নিউ ইয়র্কের এই ধনকুবের।

গত কাল টুইটারে ট্রাম্প লেখেন, ‘‘আমি তো ওটা মজা করে বলেছিলাম। সংবাদমাধ্যমই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করছে। ওরা মজাটাই বোঝে না।’’ সমালোচকেরা অবশ্য বলছেন, নিজের ভুলটা বুঝতে পেরেই গোটা বিষয়টি থেকে দায় এড়াতে চেয়েছেন ট্রাম্প। আসলে পর পর কয়েকটি সভায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে গত কয়েক দিনে জনপ্রিয়তার নিরিখে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

বিতর্ক এড়াতে ট্রাম্প যতই মজা করার তত্ত্ব খাড়া করুন না কেন, তাঁর এই মন্তব্যকে এ বার অস্ত্র বানিয়েছে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। তাদের নেতা হাসান নাসরাল্লাহ জানিয়েছে, এক জন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী যখন ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে তোপ দাগছেন, তখন নিশ্চয়ই কোনও তথ্য প্রমাণ হাতে নিয়েই তিনি কথাগুলো বলছেন।

তবে এটাই প্রথম বার নয়, নিজের বহু বিতর্কিত মন্তব্য ধামাচাপা দেওয়ার জন্য আগেও বিষয়টি নিয়ে মজা করছেন বলে দাবি করেছেন ট্রাম্প। গত মাসেই হিলারিকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন, ‘‘রাশিয়া, তোমরা কি শুনছ? আমি আশা রাখি ক্লিন্টনের যে তিরিশ হাজার ই-মেলের কোনও খোঁজ নেই, তার হদিস তোমরাই দিতে পারবে।’’ বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরপরই ট্রাম্প বলে বসেন, ‘‘আমি তো মজা করছিলাম। সংবাদমাধ্যমই বাড়িয়ে বলছে।’’

এর মধ্যেই নিজের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন হিলারি ক্লিন্টন। আমেরিকায় এর আগে যত বার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, প্রতিবারই প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নিজেদের আয়কর রিটার্ন প্রকাশ্যে এনে স্বচ্ছতা বজায় রেখেছেন। এ ক্ষেত্রে ফের ব্যতিক্রম ট্রাম্প। তিনি জানিয়েছেন, তাঁর আয়কর নিয়ে এখন অডিট হচ্ছে। ফলে তিনি এখন তার রিটার্ন প্রকাশ্যে আনতে প্রস্তুত নন। যা শুনে প্রতিদ্বন্দ্বী হিলারির বক্তব্য, ‘‘এর থেকেই বোঝা যাচ্ছে যে এত দিন কোনও আয়করই জমা দেননি ট্রাম্প।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump ISIS Barack Obama
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE