আমেরিকায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে শনিবার সে দেশের গ্রাহকদের পরিষেবা দেওয়া বন্ধ করেছিল চিনা অ্যাপ টিকটক। কিন্তু ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পরে টিকটক জানিয়েছে, তারা ফের আমেরিকায় পরিষেবা চালু করছে। ট্রাম্প জানান, সোমবার শপথগ্রহণের পরে একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে ওই অ্যাপ ৯০ দিন চালু রাখার সুযোগ দেবেন তিনি। তার মধ্যে টিকটকের বর্তমান চিনা মালিক সংস্থা বাইটডান্স কোনও আমেরিকান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে সেই সংস্থার হাতে অ্যাপটি তুলে দিলে আইনি বাধা কেটে যাবে।
চিনা নয় এমন কোনও সংস্থার হাতে না গেলে ভিডিয়ো শেয়ার করার অ্যাপ টিকটককে জাতীয় সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল জো বাইডেন প্রশাসন। সে জন্য আইনও পাশ করা হয়েছে। অ্যাপ বিক্রি করতে টিকটকের চিনা মালিকদের রবিবার পর্যন্ত সময় দিয়েছিল তারা। শনিবার থেকে আমেরিকায় টিকটক গ্রাহকেরা ওই অ্যাপ খুলতে চাইলে যে বার্তা পাচ্ছিলেন তাতে বলা হয়েছিল, ‘‘টিকটকের উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকায় আইন পাশ হয়েছে। ফলে আপনারা এখন টিকটক ব্যবহার করতে পারবেন না।’’ বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। কিন্তু ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞার পক্ষপাতী নন।
ওই অ্যাপ নিষিদ্ধ করার আইন অনুযায়ী, চিনা নয় এমন সংস্থাকে অ্যাপটি বেচার প্রক্রিয়া এগোলে ৯০ দিন অ্যাপটি চালু রাখা যেতে পারে। সেই সুযোগই টিকটককে দিতে চাইছেন ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের সমর্থক ও সমাজমাধ্যম এক্সের নিয়ন্ত্রক ইলন মাস্ক জানান, তিনি টিকটকে নিষেধাজ্ঞার বিরোধী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)