Advertisement
E-Paper

ট্রাম্পের বাড়িতে তথ্যগুপ্তির মুচলেকা

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বার সেই তালিকায় নয়া সংযোজন ‘নন ডিসক্লোজার এগ্রিমেন্ট’। হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মীদের দিয়ে এক অভিনব মুচলেকায় সই করতে বাধ্য করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০১:৩৬

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বার সেই তালিকায় নয়া সংযোজন ‘নন ডিসক্লোজার এগ্রিমেন্ট’। হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মীদের দিয়ে এক অভিনব মুচলেকায় সই করতে বাধ্য করা হচ্ছে। যেখানে থাকছে তথ্যগুপ্তির শপথ। প্রশাসনের অভ্যন্তরীণ তথ্য যাতে প্রকাশ্যে না আসে সে কারণেই এমনটা করা হচ্ছে। অতীতে প্রশাসনের বিভিন্ন গোপন তথ্য ফাঁসের ফলে বিড়ম্বনায় পড়তে হয়েছে ট্রাম্পকে। তার পরেই এই চুক্তি বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।

চুক্তির খসড়ায় বলা হয়েছে, কেউ যদি সংবাদমাধ্যম কিংবা অন্যত্র মুখ খোলেন, বড় অঙ্কের জরিমানা দিতে হবে তাঁকে। চমকপ্রদ বিষয় হল, সম্ভবত প্রেসিডেন্ট পদে ট্রাম্প যখন থাকবেন না, তখনও বলবৎ থাকবে চুক্তি। এমনকী চাকরি থেকে অবসরের পরেও মুখে কুলুপ এঁটে থাকতে হবে কর্মীদের। চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। এমন চুক্তির বিষয়ে ২০১৬ সালে ট্রাম্প জানিয়েছিলেন, প্রশাসনের উচ্চ স্তরে কাজ থেকে অবসরের পরে অনেকেই বই কিংবা অন্য মাধ্যমে গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন। যা বেশ অপছন্দ ট্রাম্পের। নিজের ব্যবসার ক্ষেত্রেও এমন চুক্তি বলবৎ করেছেন ট্রাম্প।

Non disclosure agreement Doanld Trump White House নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy